আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2358
23571. কে সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক ছিলেন?
- হযরত ইমাম মালিক (রা)
- ইমাম হাসান বসরী (রা)
- ইমাম গাযযালি (রা)
- ইবনে জারির তাবারি (রা)
23572. সর্বপ্রথম সাদা ও লাল বস্তুর ব্যবহার বিধি লিপিবদ্ধ করেন কে?
- আল কান্দি
- ইবনে হিশাম
- আল কাসি
- জাবির ইবনে হাইয়্যান
23573. জুননুন মিসরি কোথায় জন্মগ্রহণ করেন?
- সিরিয়ায়
- মিসরে
- ইরাকে
- আবিসিনিয়ার
23574. “আমি জ্ঞানের শহর আর আলি তার দরজা”- এটি কার বাণী ?
- হযরত মুহাম্মদ (স)
- আল্লাহ তায়ালার
- হযরত উমর (রা)
- হযরত উসমান (রা)
23575. ইসলামের ‘ত্রাণকর্তা’ কে?
- হযরত আলী (রা)
- হযরত উসমান (রা)
- হযরত উমর (রা)
- হযরত আবু বকর (রা)
23576. বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ কে?
- আলী তাবারি
- নিউটন
- জাবির ইবনে হাইয়ান
- ইবনে সিনা
23577. ব্যবসার ক্ষেত্রে সর্বকালের যুবকদের জন্য রাসুল (স) আদর্শ কেন?
- সততা ও দায়িত্বশীলতার জন্য
- একাগ্রতা ও আনুগত্যের জন্য
- নিয়মানুবর্তিতার জন্য
- ব্যবসায়িক মনোবৃত্তির জন্য
23578. কয় বছর বয়সে মুহাম্মদ (স) তাঁর দাদাকে হারান?
- আট
- সাত
- নয়
- দশ
23579. বাল্যকাল থেকে হযরত উসমান (রা) ছিলেন-
- নম্র
- ভদ্র
- লজ্জাশীল
A,B,C
23580. কোন স্থানে রাসুল (স) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন?
- হেরার ময়দানে
- আরাফাতের ময়দানে
- বদর প্রান্তরে
- ওহুদের মাঠে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2358"