মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2118
21171. নীল নদ কোথায় অবস্থিত?
- পাকিস্তান
- মিসর
- তুরস্ক
- আফগানিস্তান
21172. প্রাচীনকালে কোন নগরী শক্তিশালী নগরী হিসেবে পরিচিত ছিল?
- রোম
- পাসস্য
- মহেঞ্জোদারো
- হরপ্পা
21173. লোকসংখ্যা যত বাড়তে বসতি সংখ্যাও তত-
- কমবে
- বাড়বে
- স্থিতিশীল থাকবে
- কোনোটিই নয়
21174. সংঘবদ্ধ বসতির শ্রণিবিভাগ করা হয়েছে-
- আয়তনের ভিত্তিতে
- অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে
- কর্মধারার ভিত্তিতে
B,C
21175. লোক আকর্ষণের ক্ষমতা আছে কোন ধরনের শহরে?
- যে শহরে যত বেশি আকাশচুম্বী অট্ট্রালিকা আছে
- যে শহরে লোকসংখ্যা বেশি
- যে শহর যত উন্নত
- যে শহর অর্থনৈতিক দিক বেশি উন্নত
21176. বিক্ষিপ্ত বসতিতে কী ধরনের বসতি দেখা যায়?
- বসতিগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকে
- প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত
- বসতিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত
- এই বসতি কালক্রমে শহর বা নগরে পরিণত হয়
21177. কোন ধরনের নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে?
- পরিকল্পিত
- অপরিকল্পিত
- স্বইচ্ছা
- কোনোটিই নয়
21178. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
- বসতি স্থাপন
- পরিবার গঠন
- পেশা নির্বাচন
- শিক্ষা গ্রহণ
21179. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-
- দোচালা ধরনের বসতি
- পাকা ইটের বসতি
- চৌচালা ধরনের বসতি
B,C
21180. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার-
- বেড়েই চলেছে
- হ্রাস পাচ্ছে
- স্থিতিশীল রয়েছে
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-বসতি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2118"