বায়ুমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2092
20911. সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রপোমন্ডল স্তর বহন করে?
- ৭৩ ভাগ
- ৭৪ ভাগ
- ৭৫ ভাগ
- ৭৬ ভাগ
20912. কোন সময় মহাদেশীয় বায়ু বেশি প্রবাহিত হয়?
- গ্রীষ্মকালে
- শীতকালে
- বর্ষাকালে
- বসন্তকালে
20913. কোন স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে?
- লাব্রাডর স্রোত
- উপসাগরীয় স্রোত
- কলিং স্রোত
- মরুদেশীয় স্রোত
20914. কোনটি বায়ুমন্ডলের প্রধান উপাদান?
- আরগন 2. ওজন 3. অক্সিজেন
A,B
20915. কোন স্তর থা থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করে প্রানিকুল বিনষ্ট করত?
- চৌম্বকস্তর
- ওজন স্তর
- আয়ন স্তর
- বায়ুর স্তর
20916. বায়ুর আদ্রতা কোনটি দ্বারা পরিমাপ করা হয়?
- স্পেরোমিটার
- ফেরোমিটার
- হাইগ্রোমিটার
- হাইড্রোমিটার
20917. বায়ুমন্ডলের কোনটি নেই?
- বর্ণ 2. গন্ধ 3. আকার
A,C
20918. কোন অঞ্চলগুলো একই অক্ষাংশে অবস্থিত?
- রাজবাড়ি 2. দিনাজপুর 3. শিলং
B,C
20919. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রধান্য বেশি?
- নাইট্রোজেন ও অক্সিজেন
- আরগন ও কার্ব নাই-অক্সাইড
- জেনন ও মিথেন
- হিলিয়াম ও হাইড্রোজেন
20920. এক্সোমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
- ৬৫০ কিলোমিটার
- ৭৫০ কিলোমিটার
- ৫৫০ কিলোমিটার
- ৮৫০ কিলোমিটার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বায়ুমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2092"