মানচিত্র-পঠন-ও-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2066
20656. প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের অন্য নাম কী?
- স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র
- মৌজা মানচিত্রক
- ভূ-চিত্রাবলি মানচিত্র
- দেওয়াল মানচিত্র
20657. পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০০ হলে তখন ঐ স্থানকে কী বলে?
- অপরাহ্ন
- মধ্যরাত
- মধ্যাহ্ন
- প্রভাত
20658. ব্রিটিশ পদ্ধতিতে ১:৩৬ প্রতিভূ অনুপাতে মানচিত্রের দূরত্ব যখন ১ ইঞ্চি তখন ভূমির দূরত্ব কত?
- ৩৬ ইঞ্চি=১০০০ গজ
- ৩৬ ইঞ্চি=১০০ গজ
- ৩৬ ইঞ্চি=১০ গজ
- ৩৬ ইঞ্চি=১ গজ
20659. মানচিত্রে কোন প্রতীক দিয়ে কী বোঝানো হয়েছে কে তা নির্দেশ করে?
- স্কেল
- শিরোনাম
- সীমানা
- সূচক
20660. সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে থাকে?
- স্থানীয়
- রাজনৈতিক
- সামরিক
- অর্থনৈতিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানচিত্র-পঠন-ও-ব্যবহার - এসএসসি-ভুগোল ও পরিবেশ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2066"