বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2049
20481. বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে –
- শিল্পক্ষেত্রে বর্জ্য
- পরিবহনের ধোয়া
- ইট ভাটার ধোয়া
A,B,C
20482. মহানগর ও শহরগুলোর পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
- উদ্ধিবজাত জ্বালানি ব্যবহার
- পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা
- বর্জ্য অপসারণের যথাযথ ব্যবস্থা না থাকা
- অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা
20483. বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে?
- ১২৪ প্রজাতির
- ১১৯ প্রজাতির
- ১৯ প্রজাতির
- ১২৬ প্রজাতির
20484. ঊনিশ শতকে বাংলাদেশের বন্যপ্রাণীর কতটি প্রজাতি বিলুপ্ত হয়েছে?
- ১৮ প্রজাতি
- ১৯ প্রজাতি
- ২৭ প্রজাতি
- ৩৯ প্রজাতি
20485. রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে –
A,C
20486. বাংলাদেশে কত প্রজাতির উভচর প্রাণী সনাক্ত করা হয়েছে?
- ৫৭৮টি
- ১৯টি
- ১১৯টি
- ১২৪টি
20487. আমাদের জীববৈচিত্র্য ক্রমান্বয়ে সংকুচিত হওয়ার কারণ –
- জমির ওপর চাপ সৃষ্টি
- পরিবেশ দূষণ
- উঁচু পাহাড়শ্রেণি না থাকা
A,B
20488. পরিবেশের কোন উপাদান প্রতিটি শৃঙ্খলের উপর নির্ভরশীল?
- গাছপালা
- কীটপতঙ্গ
- মানুষ
- জলজ প্রাণী
20489. আমরা পরিবেশ হতে কোন সম্পদ ব্যবহার করি?
- প্রাকৃতিক সম্পদ
- জলজ সম্পদ
- মানব সম্পদ
- বনজ সম্পদ
20490. কোনগুলো পরিবেশের প্রধান উপাদান?
- গাছপালা ভূমি ও পানি
- পানি মানুষ ও বায়ু
- বন মানুষ ও বায়ুভূমি
- পানি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
0 responses on "বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2049"