বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2050
20491. পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে?
- কালবৈশাখী
- টর্নেডো
- ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
- ভূমিকম্প
20492. কমল সুন্দরবনে গিয়ে বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও গাছপালা দেখতে পায় যেটি ধীরে ধীরে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে।
- কড়ই
- শাল
- গোলপাতা
- সেগুন
20493. এ জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন –
- জাতীয় পর্যায়ে সমীক্ষা
- অভয়ারণ্য সৃষ্টি করা
- গবেষণা
A,B,C
20494. ভূকম্পন প্রবণতার কারণে ঢাকা শহর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে –
- পানির স্তর নিচে নেমে যাওয়ায়
- নগর গড়ার চাপ ক্রমেই বেড়ে যাওয়ায়
- বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করায়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
0 responses on "বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2050"