বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2043
20421. বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কী হয়?
- পরিবেশ দূষিত হয়
- মরুকরণ হয়
- পরিবেশের ভারসাম্য নষ্ট হয়
- গ্রীণহাউজ প্রতিক্রিয়া তীব্র হয়
20422. পুকুরের বাস্তুসংস্থান কখন ভাঙ্গনের কবলে পরবে?
- পুকুরে মাছ চাষ করলে
- পুকুরে কচুরিপানা জন্মালে
- পুকুরে একটি শ্রেণিকে ধ্বংস করে দিলে
- পুকুরের পানিতে সাবানের ব্যবহার হলে
20423. বাংলাদেশের উন্নয়ন কোন খাতের ওপর নির্ভরশীল?
- শিল্পখাত
- কৃষিখাত
- বাসস্থান খাত
- যোগাযোগ খাত
20424. যোগাযোগের উন্নয়ন কোনটির উন্নয়নকে ত্বরান্বিত করে?
- কৃষির উন্নয়ন
- শিল্পের উন্নয়ন
- বাসস্থানের উন্নয়ন
- ক ও খ উভয়ই
20425. বাস্তুসংস্থান কী?
- পরিবেশে উপাদানগুলোর শৃঙ্খলার মধ্যে বসবাস
- পরিবেশে উপাদানগুলোর সহনশীলতার মধ্যে বসবাস
- পরিবেশে উপাদানগুলোর নির্ভরশীলতার মধ্যে বসবাস
- পরিবেশে উপাদানগুলোর স্বাধীনতভাবে বসবাস
20426. মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাচ্ছে কেন?
- অধিক শস্য উৎপাদনের ফলেবন
- পাহাড় কাটার ফলেমাটির জৈব উপাদান হ্রাস পাওয়ার ফলে
- কীটনাশক ব্যবহারের ফলে
20427. সমুদ্র উচ্চতা বৃদ্ধিতে জলমগ্ন হয়ে পরবে –
- ঢাকা
- নোয়াখালী
- বরিশাল
A,B,C
20428. বাসস্থানের উন্নয়ন কোন ধরনের উন্নয়ন?
- অর্থনৈতিক
- পারিবারিক
- আর্থসামাজিক
- অবকাঠামোগত
20429. বৃহৎ আকারে উন্নয়ন কর্মকান্ড হতে পারে –
- শিল্পক্ষেত্রে
- কৃষিক্ষেত্রে
- বাসস্থানের ক্ষেত্রে
A,B,C
20430. কোনটি পরিবেশের প্রধান অংশ?
- সামাজিক পরিবেশ
- প্রাকৃতিক পরিবেশ
- মানবিক পরিবেশ
- বাস্তুসংস্থান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
0 responses on "বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2043"