বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2044
20431. গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে না?
- বৃষ্টিপাত কমে যাচ্ছে
- মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করে
- ভূমি ধ্বংস হয়ে যায়
- স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায়
20432. বর্তমানে সিলেটের কোথায় হাতি দেখতে পাওয়া যায়?
- জঙ্গলে
- চা বাগানে
- পাহাড়ে
- মণিপুরি পাড়ায়
20433. কোনটি একটি দেশের অন্যান্য উন্নয়নের ওপর নির্ভরশীল?
- কৃষির উন্নয়ন
- শিল্পের উন্নয়ন
- যোগাযোগের উন্নয়ন
- বাসস্থানের উন্নয়ন
20434. জাতিসংঘ সহযোগিতা সংস্থার নাম কী?
- ইউনিসেপ
- সাকেপ
- সাকেফ
- ইউনিসেফ
20435. প্রতিটি দেশ ও মানুষ চায় –
- উন্নয়ন
- কর্মসংস্থান
- জীবন যাত্রার মান উন্নয়ন
A,C
20436. পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন –
- পলিথিন উৎপাদন
- সামাজিক বনায়ন
- ইট পোড়ানো নিষিদ্ধকরণ
B,C
20437. জনসংখ্যা বৃদ্ধির ফলে অন্যান্য প্রাণীর কী প্রভাব পড়ছে?
- খাদ্য সংকট
- আবাসস্থল ধ্বংস
- শিকারের ক্ষেত্র হারাচ্ছে
- বনভূমি ধ্বংস
20438. পুকুরে মাছ না থাকলে কী হবে?
- পুকুরের পানি পরিষ্কার থাকবে
- মানুষের খাদ্য ঘাটতি হবে
- বাস্তুসংস্থান ব্যাহত হবে
- পুকুরে কচুরিপানা বৃদ্ধি পাবে
20439. পুকুরে ফেলা বর্জ্য পদার্থ কোন শ্রেণির প্রাণীকে সরাসরি ক্ষতি করবে?
- ১ম ও ২য়
- ১ম ও ৪র্থ
- ২য় ও ৩য়
- ৩য় ও ৪র্থ
20440. পৃথিবী থেকে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ কী?
- বাস্তুসংস্থান নষ্টের ফলে
- পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে
- মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে
- বনজ সম্পদ কমে যাওয়ার ফলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
0 responses on "বাংলাদেশের-উন্নয়ন-কর্মকান্ড-ও-পরিবেশের-ভারসাম্য - এসএসসি-ভুগোল ও পরিবেশ-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2044"