দেখতে-হলে-আলো-চাই – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1943
19421. শিশুর ক্ষেত্রে স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
- ২৫ সেমি.
- ৫ সেমি.
- ২.৫ সেমি.
- ০.২৫ সেমি.
19422. Content
- লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
- লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
- লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
- লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
19423. চোখের দীঘৃদৃষ্টি ত্রুটির জন্য দায়ী-
- অক্ষিগোলকের ব্যসার্ধ কমে যাওয়া
- অক্ষিগোলকের আয়তন কমে যাওয়া
- চোখের লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া
A,B
19424. অবতল লেন্সের আকৃতি কিরূপ?
- প্রান্ত মোটা ও মধ্যভাগ সরু
- প্রান্ত সরু ও মধ্যভাগ মোটা
- প্রান্ত মোটা ও মধ্যভাগ মোটা
- প্রান্ত সরু ও মধ্যভাগ সরু
19425. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
- আপতন কোণের ওপর
- মাধ্যমদ্বয়ের প্রকৃতির ওপর
- আলোর রঙের ওপর
B,C
19426. উত্তল দর্পণ ব্যবহার করা হয়-
- রাস্তার বাতিতে
- গাড়িতে
- ভবন বা শপিংমলের নিরাপত্তায়
A,B,C
19427. ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে চোখের কি সমস্যা হতে পারে-
- চোখ ওঠা
- রাতকানা রোগ
- চোখের আঁচলি
- চোখে ছানি পড়া
19428. চোখের যে ত্রুটির কারণে চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তাকে বলে-
- দূরদৃষ্টি
- নকুলান্ধতা
- চালশে
- ক্ষীণ দৃষ্টি
19429. স্নায়ুর কোন কোষগুলো কোন আলোতে সংবেদনশীল?
- তীব্র আলো
- ক্ষীণ আলো
- স্বাভাবিক আলো
- শুধু সূর্যের আলো
19430. আলোর প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
- আপতন কোণ
- প্রতিসরণ কোন
- আলোর রং
- বিভেদতল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দেখতে-হলে-আলো-চাই - এসএসসি-সাধারণ বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1943"