শেয়ার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1781
17801. ব্যবসায় অর্থায়নের উৎস কোনটি?
- ডিবেঞ্চার
- সুনাম
- যন্ত্রপাতি
- শেয়ার তালিকা
17802. বন্ড বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম কারণ-
- সুদের হার নিশ্চিন্ত
- জামানত
- কম হারে আয়
- সবগুলো
17803. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
- যারা মূলধন যোগাড় করে
- যারা কার্য পরিচালনা করে
- যারা শেয়ার ক্রয় করে
- যারা নীতিমালা প্রদান করে
17804. লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডাররা কী পেয়ে থাকে?
- সুদ
- মুনাফা
- লভ্যাংশ
- ক্ষতির অংশ
17805. বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের সুবিধা হল-
- অধিক আয়
- উচ্চ ঝুঁকি
- সীমাবদ্ধ দায়
A,C
17806. জনাব রায়হান ৫০ লাখ টাকার স্বত্বাধিকারী। তিনি তার টাকা ব্যাংকে রাখতে পারেন, বন্ড ক্রয় করতে পারেন অথবা শেয়ারে বিনিয়োগ করতে পারেন। যদি তিনি ব্যাংকে টাকা জমা রাখেন তবে ১২.৫% হারে ও বন্ড ক্রয় করে ১৫% হারে সুদ পাবেন এবং শেয়ারে বিনিয়োগ করলে তার আর্ন অনিয়মিত হবে।জনাব রায়হানের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত কোনটি?
- শেয়ারে বিনিয়োগ
- বন্ডে বিনিয়োগ
- মেয়াদি হিসাব
- ব্যবসায়ে বিনিয়োগ
17807. জনাব রায়হান স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করলে তার কী করা উচিত-
- বাণিজ্যিক ব্যাংকে টাকা রাখা
- বন্ড ক্রয় করা
- শেয়ার ক্রয় করা
17808. তরল সম্পদ হিবেবে সমাদৃত-
- প্রাইজবন্ড
- শেয়ার
- বন্ড
A,B
17809. তহবিল সংরক্ষণে স্টক এক্সচেঞ্চ সাহায্য করে কাকে?
- আর্থিক প্রতিষ্ঠানকে
- ব্যাংককে
- কোম্পানিকে
- বিমা কোম্পানিকে
17810. কোম্পানি তহবিলের গুরূত্বপূর্ণ উৎস কী?
- নগদ অর্থ
- শেয়ার
- ব্যাংক ঋণ
- অনুদান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শেয়ার - এসএসসি-finance-banking-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1781"