মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1762
17611. যদি প্রকল্প ‘খ’ এর পে-ব্যাক সময় ৪ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহনযোগ্য?
- প্রকল্প ‘ক’
- প্রকল্প ‘খ’
- উভয়ই
- কোনোটিই নয়
17612. ভালো বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবাসায়ের জন্য-
- পর্যাপ্ত আর্ন নিশ্চিত করে
- নগদ প্রবাহ নিশ্চিত করে
- সমৃদ্ধি অর্জন নিশ্চিত করে
A,B
17613. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করা যায় কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়?
- কর্মী ব্যবস্থাপনা
- ব্যবসায় সম্প্রসারণ
- প্রেষণাদান
- কর্মসংস্থান নীতি
17614. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর নির্ভর করে-
- প্রতিষ্ঠানের সাফল্য
- প্রতিষ্ঠানের টিকে থাকা
- উদ্যোক্তার ভাবনা
A,B
17615. নিচের কোনটি অর্থায়নে সাফল্যের চাবিকাঠি?
- মূলধন বাজেটিং
- অর্থসংস্থান
- কর্মী
- মালিক
17616. মুদি দোকানির ফ্রিজ ক্রয় লাভজনক হবে কিনা তা নির্ধারণ করতে পারে-
- ফ্রিজের আয়ুষ্কাল
- মুনাফা পরিকল্পনা
- মূলধন বাজেটিং পদ্ধতি
- ফ্রিজের ব্র্যান্ড নাম
17617. যেকোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন বাজেঠিং প্রক্রিয়া প্রয়োগ জড়িত ধাপ কতটি?
- নগদ প্রবাহ
- ভোক্তার্র আয়
- বিক্রয় মূল্য
- কোনোটিই নয়
17618. ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও বর্তমান মূল্য সমান হয় না কেন?
- গড় মুনরাফার হার ভিন্ন বলে
- নগদ প্রবাহ ভিন্ন বলে
- অর্থের সময়মূল্য ভিন্ন বলে
- বাট্টার হার ভিন্ন বলে
17619. ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক প্রতীয়মান হয় কীভাবে?
- বার্ষিক নগদ আন্ত:প্রবাহ একই হলে
- বহি:প্রবাহ থেকে আন্ত:প্রবাহ বেশি হলে
- আন্ত:প্রবাহ থেকে বহি:প্রবাহ বেশি হলে
- আন্ত:প্রবাহ ও বহি:প্রবাহ সমান হলে
17620. মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কোন ক্ষেত্রে উপযুক্ত?
- আর্থিক লিভারেটের মূল্যায়নে
- শেয়ার বন্ডের মূল্যায়নে
- বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
- নগদ লভ্যাংশের মূল্যায়নে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মূলধনি-আয়-ব্যয়-প্রাক্কলন - এসএসসি-finance-banking-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1762"