অর্থায়নের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1719
17181. কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহিস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়?
- বৃহৎ প্রতিষ্ঠান
- উৎপাদনমুখী প্রতিষ্ঠান
- ক্ষুদ্র প্রতিষ্ঠান
- সেবামূলক প্রতিষ্ঠন
17182. আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২ বছরের জন্যে ১ লক্ষ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে বলেন।আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে-
- মজুদ পণ্য
- চলতি মূলধন
- স্থায়ী সম্পত্তি
A,B,C
17183. কোন তহবিল অর্থসংস্থানের প্রধান উৎস হিসেবে কাজ করে?
- বহিস্থ
- লভ্যাংশ
- অবন্টিত
- সঞ্চিত
17184. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডরদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে কী বলে?
- মোট মুনাফা
- মোট আয়
- অপ্রত্যাশিত বিনিয়োগ
- অবন্টিত মুনাফা
17185. প্রতিষ্ঠানের তহবিলের ভিন্ন উৎস দুটি কী কোন ধরণের?
- মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ
- শ্রমিকপক্ষ ও শেয়ারহোল্ডার পক্ষ
- মালিকপক্ষ ও শেয়ারহোল্ডারগণ
- মালিকপক্ষ ও ঋণদাতা
17186. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের/
- স্থাবর সম্পত্তি
- অস্থাবর সম্পত্তি
- অদৃশ্যমান সম্পত্তি
- স্পর্শনীয় সম্পত্তি
17187. কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পাবে?
- যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে
- যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই
- যাদের বাজারে সুনাম আছে
- যাদের প্রচুর পরিমানে মূলধন আছে
17188. GT লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি তহবিল গঠন করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হবে-
- ব্যবসায় ঋণ
- শেয়ার বিক্রয়
- ঋণপত্র বিক্রয়
B,C
17189. ব্যবসায় প্রতিষ্ঠান সেবার বিনিময়ে কী উপার্জন করে?
- অর্থ
- সুনাম
- পণ্য
- ঋণ
17190. বড় ব্যবসায় প্রতিষ্ঠনগুলো অর্থসংস্থান করে-
- শেয়ার বিক্রয়ের মাধ্যমে
- প্রাইজবন্ড বিক্রয়ের মাধ্যমে
- ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থায়নের-উৎস - এসএসসি-finance-banking-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1719"