ব্যাংক-ও-গ্রাহক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1683
16821. বাংলাদেশ ব্যাংক কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
- ব্যবস্থাপনা কমিটি
- মন্ত্রিপরিষদ
- পরিচালনা পর্ষদ
- পরিচালকদের মাধ্যমে
16822. কোন ব্যাংক সকল ব্যাংকের পথ প্রদর্শক?
- মিশ্য ব্যাংক
- একক ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- আন্তর্জাতিক ব্যাংক
16823. ব্যাংক অব ইংল্যান্ড প্রথমে কীভাবে গঠিত হয়?
- সরকারি তত্ত্বাবধানে
- একমালিকানায়
- নিজস্ব মালিকানায়
- যৌথ মালিকানায়
16824. চেকের মাধ্যমে টাকা তোলা হয় কোন হিসাবে?
- পেনশন হিসাবে
- সঞ্চয়ী হিসাবে
- স্থায়ী হিসাবে
- মেয়াদি হিসাবে
16825. একজন ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে যে সকল বিষয় বিবেচনা করে তা হল-
- ব্যাংকের আর্থিক সামর্থ্য
- ঋণ সুবিধা
- নিরাপত্তা ব্যবস্থা
A,B,C
16826. গ্রাহক ব্যাংকের কাছে টাকা জমা দিলে গ্রাহক কী হয়?
- ডেটর
- ক্রেডিটর
- ডেটর-ক্রেডিটর উভয়ই
- কোনো সম্পর্ক নেই
16827. যে ধরনের চেকে নগদে অর্থ পরিশোধের কোনো সুযোগ নেই তাকে বলে-
- বাহক চেক
- হুকুম চেক
- দাগকাটা চেক
B,C
16828. ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান হবে-
- গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে
- গ্রাহক মানসিক ভারসাম্য হারালে
- গ্রাহক – এর মৃত্যু হলে
A,B,C
16829. ব্যাংকের নিকট হতে গ্রাফক ঋণ নিলে-
- ব্যাংক ক্রেডিটর হয়
- গ্রাহক ডেটর হয়
- সততা ও বিশ্বাস বাড়ে
A,B
16830. মি. আরমান একজন ব্যবসায়ী। তার প্রাই ব্যাংকে একটি হিসাব আছে । তিনি ব্যাংকের নিকট হতে তার সাভারের বাড়ির বিপরীতে ৩ বছর মেয়াদি একটি ঋণ নেয়। কিন্তু ব্যবসায়ে লোকসানের অকারণে তিনি সময়মত ঋণ পরিশোধ করতে পারেননি।আরমান সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের ?
- ক্ষুদ্র ঋণ
- স্বল্পমেয়াদি ঋণ
- বন্ধকী ঋণ
- সাধারণ ঋণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংক-ও-গ্রাহক - এসএসসি-finance-banking-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1683"