এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1562
15611. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণকে কী বলে?
- কার্বোনিক এসিড
- নাইট্রিক এসিড
- সালফিউরিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
15612. ক্ষারে কোন আয়নটি ভ্রাম্যমাণ থাকে?
- H+
- OH-
- OH2-
- H2-
15613. লোহা শক্ত, কিন্তু মরিচা-
- নরম
- ঝুরঝুরা
- অনেক শক্ত
- ভঙ্গুর
15614. কোন এসিড আমরা খাই?
- HNO3
- H2SO4
- HC1
- CH3-COOH
15615. অতিরিক্ত এসিডের জন্য-
- পাকস্থলীতে প্রদাহ অনুভব করে
- গলায় প্রদাহ অনুভব করে
- বদহজম হয়
A,B,C
15616. প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে?
- ভারতবর্ষ
- চীন
- ইংল্যান্ড
- মিসর
15617. NO2 এর বর্ণ কেমন?
- গোলাপী
- বাদামি
- হলুদ
- লাল
15618. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটিকে কী বলা হয়?
- ট্রিফয়েল
- আলোক রশ্মি
- আইফয়েল
- a রশ্মি
15619. শরীরে গাড় এসিড পড়লে সর্বপ্রথম করণীয় কী?
- কাপড় দিয়ে এসিড মুছে ফেলা
- চিকিৎসকের কাছে যাওয়া
- ক্ষার মিশানো পানি দিয়ে ধুয়ে ফেলা
- পানি দিয়ে দুয়ে ফেলা
15620. রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে-
- (i) পরিবেশ দূষিত হয়
- গাছ মরে যায়
- নিঃশ্বাস নিতে কষ্ট হয়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-9 - এসএসসি-রসায়ন-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1562"