এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1517
15161. কোন যৌগের বাষ্প ঘনত্ব 14 হলে যৌগটির আণবিক ভর কত হবে?
- 14
- 28
- 42
- 56
15162. মোলারিটিকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
- M
- N
- A
- L
15163. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদন ভরের কোন সূত্র মেনে চলে?
- সংরক্ষণ
- উৎপাদ
- মোলারিটি
- মোলার
15164. 25 গ্রাম H2SO4 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
- 1 মোল
- 2.55 মোল
- 3.95 মোল
- 4.11 মোল
15165. ১১৪. নিচের তথ্যসমূহ পড়-
- যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়
- কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে
- কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী ৩
A,B
15166. CO2 এর 1 মোল এ অণুর সংখ্যা কত?
- 6.085×1024
- 6.02×1020
- 6.025×1018
- 6.02×1023
15167. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?
- 25০C তাপমাত্রা ও 1 atm চাপ
- 15০C তাপমাত্রা 2 atm চাপ
- 25০C তাপমাত্রা 2 atm চাপ
- 11০C 1 তাপমাত্রা ও atm চাপ
15168. 3×1023 টি CO2 অণুর ভর কত?
- 22 গ্রাম
- 11 গ্রাম
- 12 গ্রাম
- 44 গ্রাম
15169. উত্তেজিত অবস্থায় ইলেকট্রন পুনর্বিন্যাস ঘটে-
- কার্বন পরমাণুতে
- সালফার পরমাণুতে
- ফসফরাস পরমাণুতে
A,B,C
15170. পারক্লোরিক এসিডে (HCIO4) ক্লোরিনের শতকরা পরিমাণ কত?
- 0.00005
- 0.353
- 0.6368
- 0.17
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-6 - এসএসসি-রসায়ন-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1517"