এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1505
15041. জৈব দ্রাবকে দ্রবণীয়-
- আয়নিক যৌগ
- হাইড্রোজেন যৌগ
- ধাতব যৌগ
- সমযোজী যৌগ
15042. ফসফরাসের অণুতে কয়টি পরমাণু আছে?
- দুইটি
- চারটি
- ছয়টি
- আটটি
15043. আর্গনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?
- 2
- 4
- 8
- 18
15044. নিচের কোনটিতে সমযোজী বন্ধন বিদ্যমান?
- NaC1
- MgO
- CaCI2
- H2O
15045. সমযোজী যৌগ সম্পর্কে নিচের বাক্যসমূহ পড়-
- সমযোজী যৌগের গলনাঙ্ক কম
- সমযোজী যৌগ উচ্চ স্ফুটনাঙ্কবিশিষ্ট
- সমযোজী যৌগ দ্রবণে বিদ্যুৎ পরিবাহী
15046. A হল পর্যায় সারণির ১ম পর্যায়ের গ্রুপ-১ এ এবং B মৌলটি পর্যায় সারণির ৩য় পর্যায়ের গ্রুপ V2A-তে অবস্থিত। উভয়ের সংযোগে AB যৌগ গঠিত হয়।উদ্দীপকের AB যৌগটি কোনটি?
- HC1
- HF
- LiC1
- NaCI
15047. উদ্দীপকের গঠিত AB যৌগে-
- সমযোজী বন্ধন বিদ্যমান
- A মৌলটি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
- B এর ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1505"