এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1488
14871. কোনটি দ্বারা পর্যায় সারণিতে মৌলের পর্যায় নং নির্ধারণ করা হয়?
- সর্ববহিস্থ শক্তিসত্তরের ইলেকট্রন সংখ্যা দ্বারা
- মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা
- মৌলের উপস্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারা
- মৌলের ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা দ্বারা
14872. পর্যায় সারণি হলো-
- বিভিন্ন রাসায়নিক ধারণার প্রতিফলন
- পদার্থ ও তাদের ধর্মের সম্মিলিত রূপ
- রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশ
A,B,C
14873. রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ সর্বপ্রথম কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
- 67
- 30
- 25
- 14
14874. প্রায় একই ধর্মবিশিষ্ট মৌল হলো-
- নাইট্রোজেন
- সালফার
- ফসফরাস
A,C
14875. ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করে-
- অক্সিজেন
- ক্লোরিন
- ব্রোমিন
A,B,C
14876. কোনটি অভিজাত ধাতু?
- সোনা
- লোহা
- তামা
- সীসা
14877. IUPAC স্বীকৃত মৌলগুলোর মধ্যে কতটি নামকরণ হয়েছে?
- ১০৯ টির
- ১১২ টির
- ১১১ টির
- ১১০ টির
14878. উল্লেখিত গ্রুপটির পঞ্চম মৌলটির নাম কী?
- বেরিলিয়াম
- রুবেডিয়াম
- বেরিয়াম
- ক্যালসিয়াম
14879. X মৌলটি-
- একটি মৃৎক্ষার ধাতু
- আকার Ra অপেক্ষা ছোট
- Mg অপেক্ষা অধিক সক্রিয়
A,B,C
14880. বিদ্যুৎ পরিবহন করে কোনটি?
- রাবার ব্যান্ড
- কাচ দন্ড
- কাঠের টুকরা
- কপার তার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-4 - এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1488"