এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1213
12121. যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নত করে – বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
- সমার্থক বাক্যাংশ যোগে
- ক্রিয়া বিশেষণ যোগে
- বিশেষণ প্রয়োগ
- বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
12122. যেটি বলা যায় না এককথায় কী?
- অকথ্য
- অব্যক্ত
- অনুক্ত
- দুর্বাচ্য
12123. যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল- তাকে এককথায় কী বলে?
- অন্যপূর্বা
- প্রোষিতভর্তৃকা
- অভিসারিণী
- মনসীজ
12124. যেটি নিবারণ করা কষ্টকর – এর সংকুচিত রূপ কোনটি?
- দুর্দমনীয়
- অনিবার্য
- অদম্য
- দুর্নিবার
12125. আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারি নি – গঠন অনুসারে বাক্যটি –
- সরল বাক্য
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- আশ্রিত খন্ডবাক্য
12126. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা – এককথায় কী হবে?
- সংবর্ধনা
- অভিনন্দন
- ক্ষণজন্মা
- প্রত্যুদগমন
12127. কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন?
- কদম ফুলের নাম কদম্ব
- বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়
- তুমি কি আশ্চর্য
- সূর্যের বালু ঘড়ি
12128. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
- সরল বাক্য
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- খন্ডবাক্য
12129. হনন করার ইচ্ছা – কে কী বলে?
- জিঘাংসা
- জিগীষা
- দিদৃক্ষা
- জুগুপ্সা
12130. যদি সত্য বল তাহলে মুক্তি পাবে – উদাহরণটি কোন বাক্যের?
- সংযুক্ত বাক্যের
- যৌগিক বাক্যের
- সরল বাক্যের
- মিশ্র বাক্যের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1213"