খাদ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 660
6591. যকৃত হতে নি:সৃত রস –
- সবুজ বর্ণের
- অম্লীয়
- তিক্ত স্বাদ বিশিষ্ট
A,C
6592. দুই কানের সামনে ও নিচে বিদ্যমান গ্রন্থি কোনটি?
- প্যারোডিট
- ম্যাক্সিলারি
- লিঙ্গুয়াল
- থাইরয়েড
6593. পানি নির্গত হয় –
- ঘামের মাধ্যমে
- রক্তের মাধ্যমে
- মলমূত্রের মাধ্যমে
A,C
6594. ১০০০ কিলোক্যালরি সমান কত কিলোক্যালরি?
- ৫.২ কিলোজুল
- ১.২ কিলোজুল
- ৪.২ কিলোজুল
- ৩.২ কিলোজুল
6595. খাদ্য সংরক্ষণে ব্যবহৃত এন্টি অক্সিডেন্ট হলো –
- BHT
- BHA
- BHP
A,B
6596. ভিটামিন ‘ডি’ এর অভাবজনিত রোগ কোনটি?
- রাতকানা
- রিকেটস
- গলগন্ড
- রক্তশূন্যতা
6597. নিচের কোনটির অভাবে উদ্ভিদে খাদ্য প্রস্তুত ব্যাহত হয়?
- পটাসিয়াম (K)
- নাইট্রোজেন (N)
- ক্যালসিয়াম (Ca)
- লৌহ(Fe)
6598. পটাসিয়ামের অভাবজনিত লক্ষণ কোনটি?
6599. ভিটামিনকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
6600. খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে?
- শ্বসন
- প্রস্বেদন
- অভিস্রবণ
- ব্যাপন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "খাদ্য - এসএসসি-জীববিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 660"