জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 622
6211. অণবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সাথে বাহূটি লাগানো থাকে তাকে কী বলে?
- স্টেজ
- স্তম্ভ
- ড্র টিউব
- নোসপিস
6212. নিচের কোনটি জননকোষে ঘটে?
- মাইটোসিস কোষ বিভাজন
- মিয়োসিস কোষ বিভাজন
- নিউক্লিয়াসের বিভাজন
- সাইটোপ্লাজমের বিভাজন
6213. মাইটোকন্ড্রিয়াকে কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয় কেন?
- শক্তি উৎপন্ন করায়
- খাদ্য উৎপন্ন করায়
- জৈবিক কার্য নিয়ন্ত্রণ করায়
- খাদ্য সঞ্চয় করায়
6214. কোষ রস উর্ধ্বারোহণের জন্য সরু পথ কোনটি?
- ট্রাকিড
- সিভনল
- সঙ্গীকোষ
- ভেসেল
6215. নিচের কোনটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সংশ্লেষিত হয়?
- হরমোন
- প্রোটিন
- লিপিড
- গ্লাইকোজেন
6216. ফ্লোয়েম টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষগুলো-
- গৌন বৃদ্ধির সময় উূৎপত্তি লাভ করে
- খাদ্য সঞ্চয় করে
- প্রাচীরে কূপ বহন করে
A,C
6217. কোন টিস্যুতে যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ রয়েছে?
- প্যারেনকাইমা
- ক্লোরেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
- কোলেনকাইমা
6218. কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত-উক্তিটি কার?
- লোয়ী ও সিকেভিজ
- ওয়াটসন ও ক্রীক
- বেনথাম ও হুকার
- ডাল্টন ও নিউটন
6219. নিম্নোক্ত কোনটিকে ‘উড ফাইবার’ বলা হয়?
- জাইলেম ফাইবার
- বাস্ট ফাইবার
- সার্ফেস ফাইবার
- ফ্লোয়েম ফাইবার
6220. ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?
- গলজি বডিতে
- প্লাস্টিডে
- নিউক্লিয়াসে
- মাইটোকন্ড্রিয়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 622"