জীব-প্রযুক্তি – এসএসসি-জীববিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 600

অণুজীব

জীব-প্রযুক্তিএসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 600

5991. মানুষ জীবপ্রযুক্তির কতিপয় প্রয়োগ শুরু করে কখন?

  1. মানব সভ্যতার পূর্বে
  2. মানব সভ্যতার ঊষালগ্নে
  3. মানব সভ্যতার শেষে
  4. মানব সভ্যতার মধ্যেখানে

5992. জিনগত রূপান্তরের মাধ্যমে কোনটি করা হয়েছে?

  1. ফসলের আকার বৃদ্ধি
  2. ফসলের রং পরিবর্তন
  3. ফসলের পুষ্টিমান উন্নয়ন
  4. ফসলের স্বাদ পরিবর্তন

5993. অর্কিড রপ্তানি করে –

  1. বাংলাদেশ
  2. থাইল্যান্ড
  3. সিঙ্গাপুর

5994. জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত প্রতিরোধক্ষম –

  1. লেপিডোপটেরা বর্গের কীটপতঙ্গ
  2. কলিওপটেরা বর্গের কীটপতঙ্গ
  3. ডিওপটেরা বর্গের কীটপতঙ্গ

5995. জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে কয়টি জিন সরাসরি স্থানান্তর করা সম্ভব?

  1. একটি
  2. দুটি
  3. একাধিক
  4. তিনটি

5996. অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিনত করে?

  1. কার্বন ডাই-অক্সাইড
  2. হাইড্রোকার্বনে
  3. অ্যালকোহলে
  4. ক্লোরোফরমে

5997. সুপার ধানের ভাত খেলে অল্পবয়স্ক ছেলেমেয়েরা অন্ধ হবে না কারণ –

  1. সুপার ধানে ভিটামিন ‘এ’ উৎপাদনকারী জিন রয়েছে
  2. এতে ভিটামিন ‘সি’ রয়েছে
  3. সুপার ধান ভিটামিন ‘এ’ ও লোহাসমৃদ্ধ খাদ্য

5998. ইনসুলিন তৈরি করা হয় –

  1. ব্যাকটেরিয়া হতে
  2. ভাইরাস হতে
  3. ঈস্ট হতে

5999. উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয় কোথায়?

  1. মাটিতে
  2. টবে
  3. মিডিয়ামে
  4. পাতায়

6000. জীবপ্রযুক্তি প্রয়োগ হয় –

  1. গাঁজনে
  2. টিস্যুকালচারে
  3. ট্রান্সজেনিক জীব উৎপন্নে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline