এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 157
1561. জাতিসংঘের কয়টি অঙ্গ সংগঠন রয়েছে?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
1562. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমন্বয়ে কোন পরিষদ গঠিত?
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- তত্ত্বাবধায়ক পরিষদ
- আন্তর্জাতিক পরিষদ
1563. ১৯৪৯ সালে জাতিসংঘ সনদে অনুমোদন পায় –
- মানুষ পাচার দমন
- পতিতাবৃত্তির অবসান
- নারী কর্মসংস্থানে বৈষম্য বিলোপ
- নারী পুরুষ সমঅধিকার
A,B
1564. ১৯৪৫ সালের দিকে একটি কার্যকরী আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজন হয়ে পড়ে কেন?
- বিশ্ব অর্থনীতি সচল করার জন্য
- বিশ্ব অর্থনীতি নির্বিঘ্ন করার জন্য
- বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য
- যেকোনো যুদ্ধ মোকাবেলা করার জন্য
1565. জাতিসংঘের মহাসচিবরা এ পর্যন্ত কতবার বাংলাদেশ সফর করে গেছেন?
- ৪ বার
- ৫ বার
- ৬ বার
- ৭ বার
1566. সিডও সনদের কোন ধারায় নারীর প্রতি বৈষম্য বিলোপ করার উপায় ব্যাখ্যা করে?
- প্রথম ১৪টি ধারা
- শেষের ১৪টি ধারা
- প্রথম ১৬টি ধারা
- শেষের ১৬টি ধারা
1567. জাতিসংঘের কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে কতটি সদস্য রাষ্ট্রের?
- চারটি
- পাঁচটি
- আটটি
- দশটি
1568. সিডও সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে কত সালে গৃহীত হয়?
- ১৯৮০
- ১৯৮৫
- ১৯৭৯
- ১৯৯০
1569. ডিসেম্বর ২০১৩ পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহিদ হয়েছেন?
- ৮৭ জন
- ৮৮ জন
- ৯৮ জন
- ১৮৮ জন
1570. সিডও সনদ ১৯৭৯ সালের কোন মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
- জানুয়ারি
- ফেব্রুয়ারি
- নভেম্বর
- ডিসেম্বর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
0 responses on ""জাতিসংঘ ও বাংলাদেশ" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন - 157"