জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 62
611. বিশ্বজুড়ে বিস্তৃতি নয় কোন সংস্থা?
- আসিয়ান
- জাতিসংঘ
- জোটনিরপেক্ষ আন্দোলন
- ওআইসি
612. `UNESCO’ – এর সদর দপ্তর কোথায়?
- ঢাকায়
- দিল্লিতে
- নিউইয়র্কে
- প্যারিসে
613. সীমা তার বান্ধবীকে বলে মুসলিম রাষ্ট্রসমূহের উন্নয়নের ১৯৬১ সালে গঠিত সংস্থাটি ব্যাপকভাবে সদস্য দেশগুলোতে কাজ করে যাচ্ছে। বিশ্ব উন্নয়নে এ সংস্থার ভূমিকা খাটো করে দেখবার অবকাশ নেই। যদিও অনেকে এটিকে সাম্প্রদায়িক প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে।
- ন্যাম
- ইউনেস্কো
- ওআইসি
- ইউএনএফপিএ
614. উক্ত সংস্থার কাজ হলো-
- গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা
- সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা
- সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 62"