বাংলাদেশের-গণতন্ত্র-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 260
2591. বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন | কোনটির ওপর মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত দায়িত্ব ন্যস্ত?
- দুর্নীতি দমন কমিশন
- নির্বাচন কমিশন
- শিক্ষা কমিশন
- রাজনৈতিক দল
2592. আইনের দৃষ্টিতে সকলেই সমান কোন শাসন ব্যবস্থায়?
- সামন্ততান্ত্রিক
- রাজতান্ত্রিক
- গণতান্ত্রিক
- একনায়কতান্ত্রিক
2593. গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা?
- অনিয়ন্ত্রিত
- পরিকল্পনাহীন
- দায়িত্বশীল
- স্বৈরাচারী
2594. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ –
- জনস্বার্থ বিরোধী সরকারকে প্রত্যাখ্যান করা যায়
- জনগণের স্বার্থবিরোধী দলকে প্রত্যাখ্যান করা যায়
- জনগণের প্রতি সরকারের আচরণের জবাব দেওয়া যায়
A,B,C
2595. ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন সরকারের উল্লেখযোগ্য সফল কর্মকান্ড ছিল –
- ২৪০টি দেশের স্বীকৃতি লাভ
- জাতিসংঘ ও ওআইসি’র সদস্যপদ লাভ
- নতুন সংবিধান তৈরি
B,C
2596. “আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন” – উক্তিটি করেছেন কে>
- উইলোবী
- ফাইনার
- গেটেল
- ম্যাকাইভার
2597. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে –
- জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পায়
- সরকার দায়িত্ব পালনে সচেতন হয়
- শাসন ব্যবস্থায় নিপীড়নমূলক আচরণ বৃদ্ধি পায়
A,B
2598. দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে –
- ১৭শ শতাব্দীতে
- ১৮শ শতাব্দীতে
- ২০ শতাব্দীতে
A,B
2599. জনাব বাবুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপক্ষ প্রতিদ্বন্ধী বেনুর প্রতীক ও প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে মিথ্যা বলেছেন এবং মিথ্যাচার করেছেন।নিচের কোন আইন বলে বাবুলের বিরুদ্ধে আদালতে মামলা করা যায়?
2600. বাবুল অভিযুক্ত হলে কত বছর কারাদন্ড হতে পারে?
- সর্বোচ্চ ৮ বছর কমপক্ষে ১ বছর বিনাশ্রম
- সর্বোচ্চ ১০ বছর কমপক্ষে ২ বছর সশ্রম
- সর্বোচ্চ ১০ বছর কমপক্ষে ২ বছর বিনাশ্রম
- সর্বোচ্চ ৯ বছর কমপক্ষে ৩ বছর সশ্রম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন - এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 260"