এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 33
321. যে সকল উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপরিখরচ নিয়ে পণ্যের মোট উৎপাদন ব্যয় গঠিত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
- কস্ট
- প্রত্যক্ষ খরচ
- পরোক্ষ ব্যয়
- ব্যয়ের উপাদান
322. ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওযা যায়?
- বিক্রয়মূল্য
- ক্রয়মূল্য
- মোট আয়
- মোট ব্যয়
323. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হলো –
- প্রত্যক্ষ কাঁচামাল
- প্রত্যক্ষ মজুরি
- প্রত্যক্ষ খরচ
- উপরের সবগুলো
A,B,C
324. পণ্যের আংশিক উৎপাদন স্তর থেকে শুরু করে পণ্যের সম্পূর্ণতা দানকারীর মজুরিকে কী বলা হয়?
- প্রত্যক্ষ মজুরি
- পরোক্ষ মজুরি
- উৎপাদন খরচ
- মোট খরচ
325. কার্যপ্রণালী শুরু করার আগে কোম্পানি প্রতিটি খরচের জন্য কী প্রস্তুত করে?
- কাঁচামাল ক্রয় করে
- ব্যয় নিয়ন্ত্রণ করে
- বাজেট প্রণয়ন করে
- কৌশল বাস্তবায়ন করে
326. গার্মেন্টস কারখানায় হেলপারের মজুরি একটি পরোক্ষ খরচ। কারণ –
- তার শ্রম সরাসরি উৎপাদন কার্যে জড়িত নয়
- তার শ্রমের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়
- তার শ্রমের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় না
- উপরের সবগুলো
A,C
327. ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়?
- উৎপাদন ব্যয়
- মোট ব্যয়
- মোট মুনাফা
- বিক্রয়মূল্য
328. পণ্য বা সেবা উৎপাদন বা সৃষ্টির ক্ষেত্রে যে মূল্য প্রদান বা খরচ করা হয় তাকে কী বলে?
- প্রত্যক্ষ খরচ
- ক্রয়মূল্য
- উৎপাদন ব্যয়
- ব্যয়
329. প্রকৃতপক্ষে পণ্যের দাম এবং পণ্যের বিক্রয় স্থান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের সমষ্টিকে কী বলে?
- ক্রয়মূল্য
- বিক্রীত পন্যের ব্যয়
- বিক্রয়মূল্য
- মোট ব্যয়
330. ব্যয়ের উপাদানগুলো হলো –
- পণ্যের উপকরণ ব্যয়
- পণ্যের আনুষঙ্গিক উপরি খরচ
- মুনাফা
- খ ও গ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি Finance Banking মডেল টেস্ট
0 responses on ""পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 33"