জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1900
18991. বৃষ্টির পানির প্রবাহ কোন অঞ্চলের পানি দূষণের একটি বড় কারণ?
- শহরাঞ্চলের
- গ্রামাঞ্চলের
- মফসলাঞ্চলের
- সমুদ্র তীরবর্তী অঞ্চলের
18992. বায়ুমন্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
- গলনাঙ্ক
- সমচাপ
- স্ফুটনাঙ্ক
- স্ফুটন
18993. নিচের কোনটি মরা নদী?
- করতোয়া
- বিবিয়ানা
- শাখা বরাক
- সবগুলো
18994. জলজ উদ্ভিদসমূহ কীভাবে বংশবিস্তার করে থাকে?
- পরাগায়নের মাধ্যমে
- স্পোরের মাধ্যমে
- অঙ্গজ উপায়ে
- পারথেনোজেনেসিস প্রক্রিয়ায়
18995. পৃথিবীর প্রায় ৯০ ভাগ পানির উৎস কোনটি?
- সমুদ্র
- নদী
- ডোবা
- খাল
18996. কোন দুটি একে অপরের পরিপূরক?
- বায়ু ও পানি
- মাটি ও উন্নয়ন
- মাটি ও পানি
- উন্নয়ন ও পানি
18997. পানি ঘোলাটে হলে-
- জলজ উদ্ভিসমূহের সালোকসংশ্লেষণ বাঁধাগ্রস্ত হয়
- জলজ প্রাণী ঠিকমত খাবার সংগ্রহ করতে পারে না
- পানির pH এর মান খুব বেশি বৃদ্ধি পায়
A,B
18998. পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়?
- শ্যাওলা
- কচুরি পানা
- কেশর দাম
- শাপলা
18999. পানিচক্র না থাকলে-
- পৃথিবী মরূভূমি হয়ে যেত
- বন্যা হয়
- ফসল উৎপাদন ব্যাহত হত
A,C
19000. পানির বিশেষ ধর্ম কোনটি?
- অজৈব যৌগও অনেক অজৈব যৌগকে দ্রবীভূত করে
- অজৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
- জৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে
- জৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1900"