এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-1-আমার-সন্তান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 941
9401. সেঁউতী কী?
- নৌকার গলুই
- নৌকার পাটাতন
- নৌকার মাস্তুল
- নৌকার পানি সেচবার পাত্র
9402. সেঁউতী উপরে রাখ ও রাঙ্গা চরণ। – পাটুনীর মুখে এ বাক্য শুনে দেবী অন্নপূর্ণার মনে কেমন ভাবের উদয় ঘটল?
- মনে মনে হাসলেন
- কিছুটা বিরক্ত হলেন
- ঈষৎ ক্রুদ্ধ হলেন
- খুবই লজ্জিত হলেন
9403. দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনীকে কী বলেন?
- যেকোনো কিছু চাইতে
- তাঁর পরিচয় গোপন রাখতে
- সেচ পাত্র ফেরত দিতে
- তাকে প্রণাম করতে
9404. সেই দয়া হৈতে মোর দেহ পরিচয় – এখানে কোন দয়ার কথা বলা হয়েছে?
- সেঁউতী সোনায় পরিণত হওয়া
- নৌকা সোনায় পরিণত হওয়া
- দেবী নৌকাতে উপবিষ্ট হওয়া
- পাটুনীর ভাগ্য পরিবর্তন হওয়া
9405. দেবী কী বলে ঈশ্বরী পাটুনীর প্রার্থনা মেনে নিলেন?
- হের
- আজ্ঞা
- মঞ্জুর
- তথাস্তু
9406. উক্ত মূলভাবনার গুরুত্বপূর্ণ দিক হলো –
- সন্তানের প্রতি পিতার মমত্ববোধ
- বাঙালি নারীর চিরন্তন ভালোবাসা
- অসুস্থ সন্তানকে ঘিরে পিতার অসহায়ত্ব
- বাঙালি নারীর প্রবঞ্চনার দিক
9407. দেবীকে পার করার ক্ষেত্রে ঈশ্বরী ভয় পেয়েছে –
- দেবতাকে
- প্রতিপক্ষকে
- মানুষের অপবাদকে
- পরিবারকে
9408. পানি সেচের পাত্রের উপর দেবী অন্নপূর্ণা পা রাখতেই পাত্র কেমন হয়ে গেল?
- সোনা
- রূপা
- হীরা
- পিতল
9409. অন্নপূর্ণা কে?
- ধানের দেবী
- অন্নদাত্রী দেবী
- শক্তির দেবী
- বিদ্যার দেবী
9410. গঙ্গাষ্টক কার লেখা?
- ভারতচন্দ্র রায়গুণাকর
- হেমচন্দ্র সেন
- রঙ্গলাল সেন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-1-আমার-সন্তান - টেস্ট অনুশীলন - 941"