সাংবিধানিক প্রতিষ্ঠান । এইচএসসি পৌরনীতি । কুইজ মডেল টেস্ট অনুশীলন
10401. উক্ত পদে জনাব আকরাম হোসেনকে নিয়োগ দান করেন কে?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- স্বরাষ্ট্রমন্ত্রী
- আইনমন্ত্রী
10402. বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হলো-
- এটর্নি জেনারেলের কার্যালয়
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
- নির্বাচন কমিশন
A,B,C
10403. সরকারের আইনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে?
- এ্যাটর্নি জেনারেল
- প্রধান বিচারপতি
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
10404. সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়?
- অনুচ্ছেদ-৯৪
- অনুচ্ছেদ-১২৭
- অনুচ্ছেদ-৬৪
- অনুচ্ছেদ-১১৮
10405. প্রদত্ত ছকের তথ্যাবলি নিচের কোনটি গঠনের সাথে সম্পর্কযুক্ত?
- সাধারণ পরিষদ
- দুর্নীতি দমন কমিশন
- খাদ্য ও নিরাপত্তা পরিষদ
- বাংলাদেশ কর্মকমিশন
10406. সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যগণ কোন কারণে অপসারিত হতে পারেন?
- অসদাচরণ
- সংবিধান লঙ্ঘন কিংবা দায়িত্বে অবহেলা
- অনুপস্থিতি
- ঝগড়া-বিবাদ
10407. 1977 সাল কর্মকমিশনের সাথে জড়িত আছে-
- একটি কর্ম কমিশনের জন্মে
- দুটি থেকে একটিতে স্থানান্তর প্রক্রিয়ায়
- কর্মকমিশনের বিলুপ্তি ঘোষণায়
A,B
10408. সোহেলের বাবা বাংলাদেশের হিসাব নিরীক্ষার প্রধান পদে নিযুক্ত ব্যক্তি। তিনি ৬৫ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার পদে বহাল থাকবেন। তিনি রাষ্ট্রপতির উদ্দেশ্য স্বাক্ষরযুক্ত লিখিত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন।সোহেলের বাবা যে পদটিতে নিযুক্ত আছেন তার নাম কী?
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- এ্যার্টনি জেনারেল
- কর্মকমিশন সদস্য
- কর্মকমিশন সদস্য
10409. সোহেলের বাবা যেসব দায়িত্ব পালন করে থাকেন-
- সরকারি কর্তৃপক্ষও কর্মচারীর হিসাব নিরীক্ষক করেন
- সরকারি সম্পত্তি পরীক্ষা করেন
- আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করেন
A,B
10410. সোহানার বাবা একািট সংস্থার সভাপতি। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। সংবিধান প্রণীত আইনের বিধান সাপেক্ষে তার এবং সংস্থার অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলি নির্ধারিত হয়। তিনি তার মেয়াদের পর প্রজাতন্ত্রের অন্য কোনো কর্মে নিযোগ লাভের যোগ্য হবেন না।উদ্দীপকের উল্লিখিত সোহানার বাবা কোন সংস্থার সভাপতি?
- পৌরসভা
- নির্বাচন কমিশন
- উপজেলা পরিষদ
- ইউনিয়ন পরিষদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "সাংবিধানিক প্রতিষ্ঠান । এইচএসসি পৌরনীতি । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1041"