ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 166
1651. কোন ব্যয়ের একক প্রতি ব্যয় পরিবর্তনশীল হলেও মোট ব্যয় স্থির থাকে?
- পরিবর্তনশীল ব্যয়
- স্থায়ী ব্যয়
- প্রত্যক্ষ ব্যয়
- উপরিব্যয়
1652. কোনটিতে শুধুমাত্র জাতীয় লেনদেন সংঘঠিত হয়?
- ব্যয়
- খরচ
- আয়
- সম্পদ
1653. নিচের কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে গণ্য?
- কর্মচারীদের বেতন ভাতা
- শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি
- শ্রমিকদের অলস সময় হ্রাস করা
- কাঁচামালের অপচয় রোধ করা
1654. কেন সুযোগ ব্যয় বা প্রমাণ ব্যয় নির্ণয় করা হয়
- সিদ্ধান্ত গ্রহণের জন্য
- সময় নির্ধারণের জন্য
- খরচ কমানোর জন্য
- ব্যয় নির্ধারণের জন্য
1655. কোনগুলো পরোক্ষ খরচের উদাহরণ –
- মজুরি
- ভাড়া
- কমিশন
B,C
1656. সাথী তার দেনাদারের নিকট হতে ১০,০০০ টাকা পেল এবং সেখান থেকে ৫,০০০ টাকা বাড়ি ভাড়া, ১,০০০ টাকা মজুরি ও ৫০০ টাকা ছেলের স্কুলের ফি দিল। তার খরচের পরিমাণ কত?
- ১০০০০ টাকা
- ৬৫০০ টাকা
- ৬০০০ টাকা
- ৩৫০০ টাকা
1657. নিচের কোনটি পরোক্ষ ব্যয়ের উদাহরণ?
- নকশা বাবদ খরচ
- ছাঁচ তৈরির ব্যয়
- মেশিন ব্যবহারের জন্য মবিল
- ক ও গ উভয়ই
1658. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত?
- প্রত্যক্ষ কাঁচামাল
- কারখানা ভাড়া
- বিদ্যুৎ বিল
- বীমা প্রিমিয়াম
1659. পণ্য বা সেবার ধরন অনুযায়ী কী স্থির করা হয়?
- ব্যয় একক
- একক ব্যয়
- ব্যয় কেন্দ্র
- মুনাফা কেন্দ্র
1660. কার্যের ভিত্তিতে শ্রেণিভিুক্ত ব্যয় হচ্ছে –
- উৎপাদন ব্যয়
- প্রশাসনিক ব্যয়
- বিক্রয় ও বন্টন ব্যয়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 166"