উৎপাদন-ব্যয়-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 151
1501. যে সকল শ্রমিক সরাসরি পণ্য উৎপাদন না করে উৎপাদনে সহায়তা করে তাদের মজুরিকে কী বলে?
- প্রত্যক্ষ শ্রম ব্যয়
- পরোক্ষ শ্রম ব্যয়
- মুখ্য মজুরি
- কারখানা ব্যয়
1502. প্রশাসনিক উপরিখরচে অন্তর্ভুক্ত নয় –
- যন্ত্রপাতির অবচয়
- পরোক্ষ মজুরি
- ব্যবস্থাপকের বেতন
A,B
1503. উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার কারণ হলো –
- বিস্তারিতভাবে ব্যয় সম্পর্কে জানা যায়
- একক প্রতি ব্যয় নির্ণয় করা যায়
- অতিরিক্ত ব্যয় হ্রাস করা যায়
A,B,C
1504. কারখানা উপরিব্যয় হলো –
- টেলিফোন বিল
- মেশিনের অবচয়
- পরোক্ষ কাঁচামাল
B,C
1505. মি. আরিফ তার প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বেতন ও মজুরি বিবরণী তৈরি করেন। মি. আরিফের বেতন ও মজুরি বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হলো –
- সহজেই শ্রম ব্যয় নির্ণয় করা
- সঠিকভাবে বেতন ও মজুরি হিসাবভুক্ত করা
- নিট প্রদেয় মজুরি ও বেতন যথাযথভাবে নির্ণয় করা
A,B,C
1506. কোনটি আর্থিক সুবিধা?
- প্রভিডেন্ট ফান্ড
- বাড়ি ভাড়া ভাতা
- অগ্রিম মজুরি
- আয়কর
1507. তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ২,৫০,০০০ টাকা (২,৫০০ একক), মাল ক্রয় ৫,২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৮০,০০০ টাকা, কারখানা উপরিখরচ প্রত্যক্ষ মজুরির ৭৫%, প্রশাসনিক ব্যয় কারখানা ব্যয়ের ৮% সমাপনী মজুদ ৫০০ একক, মাল বিক্রয় ১১,০৮,৮০০ টাকা (৯,৫০০ একক)।সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা?
- 50000
- 46000
- 44000
- 45000
1508. উৎপাদন একক কত?
- 6500
- 11500
- 7000
- 7500
1509. প্রত্যক্ষ কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১০,০০০ টাকা, পরোক্ষ মজুরি ৫,০০০ টাকা এবং প্রত্যক্ষ খরচ ৫,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত?
- ৩৫০০০ টাকা
- ৩০০০০ টাকা
- ২৬০০০ টাকা
- ২৫০০০ টাকা
1510. উৎপাদন সংশ্লিষ্ট ব্যয়সমূহ পদ্ধতিগতভাবে লিপিবদ্ধকরণের জন্য তথ্যগুলো সংগ্রহ করা হয় –
- চালান ও মেমো থেকে
- নথিপত্র থেকে
- বিভিন্ন ফরম থেকে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উৎপাদন-ব্যয়-হিসাব - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 151"