এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 73
721. বাজারমূল্যের স্থায়ীপতন কোন সম্পত্তির অবচয়ের কারণ?
- জমি
- আসবাবপত্র
- মোটরগাড়ি
- শেয়ার
722. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে ‘স্থায়ী সম্পদ’ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করা হয়?
- চলমান ধারণার নীতি
- রক্ষণশীলতার নীতি
- ক্রয়-বিক্রয় নীতি
- ঐতিহাসিক মূল্যনীতি
723. অবয়চ হচ্ছে –
- নগদী মূলধন জাতীয় খরচ
- অনগদী মূলধন জাতীয় খরচ
- নগদী মুনাফা জাতীয় খরচ
- অনগদী মুনাফা জাতীয় খরচ
724. অবচয়ের কারণ-
- ব্যবহারজনিত ক্ষতি
- অপ্রচলন
- কালের বিবর্তন
A,B,C
725. সম্পত্তির ক্রয়মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য হলো –
- সম্পত্তির বিক্রয়মূল্য
- মোট অবচয়
- বার্ষিক অবচয়
A,B
726. অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
- অবচয়
- ক্ষতি
- লাভ
- অপচয়
727. অবচয় সম্পর্কে কোন উক্তিটি সত্য?
- অবচয় একটি মুনাফা জাতীয় ব্যয়
- �অবচয় একটি অনগদ লেনদেন
- অবচয় ধার্য করলে হিসাবের গরমিল হয়
A,B
728. কোনটি অবচয়ের অভ্যন্তরীণ কারণ?
- অপ্রচলন
- প্রয়োজনাতিরিক্ত
- দুর্ঘটনাজনিত ক্ষতি
- কালের বিবর্তন
729. একটি সম্পত্তির মোট ক্রয়মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কী বলা হয়?
- বই মূল্য
- বাজার মূল্য
- প্রকৃত মূল্য
- অবসায়ন মূল্য
730. অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টন করার প্রক্রিয়াকে কী বলে?
- অবচয়
- অবলোপন
- নিঃশেষকরণ
- পুঞ্জীভূত অবচয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 73"