ব্যাংক-সমন্বয়-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 40
391. একক উদ্বৃত্ত পদ্ধতিতে নগদান বইয়ের ডিবিট বা ক্রেডিট এবং ব্যাংক বিবরণীর ডেবিট বা ক্রেডিট যেকোনো একটি উদ্বৃত্ত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা যায়। এ পদ্ধতিতে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়-
- ইস্যুকৃত চেক যেটি উপস্থাপিত হয় নি
- চেক জমা দেয়া হয়েছে কিন্তু নগদান বইয়ে নিবন্ধিত হয় নি
- ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কিন্তু নগদান বইয়ে হয় নি
A,B,C
392. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় –
- ব্যাংকে জমা
- ব্যাংক জমাতিরিক্ত
- নগদ তহবিল
- ব্যাংক তহবিল
393. সোনালি ব্যাংক ফার্মগেট শাখায় পূজা জুয়েলার্স-এর একটি সঞ্চয়ী হিসাব আছে। ২০১২ মালের মে মাসে উক্ত প্রতিষ্ঠানের নিম্নলিখিত অমিলগুলো পরিলক্ষিত হয়। ইস্যুকৃত চেক যেটি উপস্থাপন করা হয়নি ১০,০০০ টাকা। ব্যাংক মঞ্জুর ৫,০০০ টাকা, ব্যাংক চার্জ ৮,০০০ টাকা।উপরের উদ্দীপকটি বিশ্লেষণ করলে নগদান বহির পাস বহির পার্থক্যের পরিমাণ কত?
- ৮০০ টাকা
- ৭০০০ টাকা
- ১০০০০ টাকা
- ১৪২০০ টাকা
394. যদি নগদান বহি মোতাবেক ১০,৮০০ টাকা ব্যঅংক জমা দিয়ে হিসাব শুরু হতো তা হলে উপরের উদ্দীপকগুলো সমন্বয় করলে ব্যাংক জমার পরিমাণ কত হবে?
- ১০০০০ টাকা
- ১৫০০০ টাকা
- ১৭০০০ টাকা
- ৩০০০০ টাকা
395. নগদান বইয়ের জের বেং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্যের কারণ হলো-
- মঞ্জুরিকৃত সুদ নগদানভুক্ত না হওয়া
- জমাকৃত চেক বাংক কর্তৃক আদায় না করা
- অনুমোদিত চেক ব্যাংকে উপস্থাপন না করা
B,C
396. অনেক সময় মিলকরণ বিবরণীকে সহজতর করার জন্য নগদান বইয়ের ব্যাংক কলাম সংশোধন করা হয়। একে বলে –
- Paus book amendment method
- Cash book amendment method
- Recons1lat1on method
- All the above
397. ‘মডার্ন’ কোম্পানি কর্তৃক এর পাওনাদার রাকিবকে ৭৮৫ টাকার একটি চেক প্রদান করা হলো। কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করার সময় ভুলবশত ৫৭৮ টাকা লেখা হলো। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে।ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতকালে উক্ত ভুলের জন্য কী করতেহবে?
- নগদান বইয়ের জের হতে ২০৭ টাকা বিয়োগ
- ব্যাংক বিবরণীর জের হতে ২০৭ টাকা যোগ
- নগদান বইয়ের জের হতে ৫৭৮ টাকা বিয়োগ
- নগদান বইয়ের জেরের সাথে ৭৮৫ টাকা যোগ
398. ভুলের জন্য নগদান বইতে কী জাবেদা দাখিলা হবে?
- পাওনাদার রাকিব ডেবিট – ৫৭৮; ব্যাংক হিসাব ক্রেডিট ৫৭৮
- পাওনাদার রাকিব ডেবিট – ৫৭৮; নগদান হিসাব ডেবিট – ৫৭৮
- পাওনাদার রাকিব ডেবিট – ২০৭; ব্যাংক হিসাব ক্রেডিট ০ ২০৭
- পাওনাদার রাকিব ডেবিট – ২০৭; নগদান হিসাব ক্রেডিট – ২০৭
399. মি. জাহিদ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক বিবরণীর জেরের সাথে কোনটি যোগ করবেন?
- বকেয়া চেকসমূহ
- NSF চেকসমূহ
- ট্রানজিটে জমা চেকসমূহ
- নগদে প্রদেয় বিলের অর্থ প্রদান
400. ২০১৩ সালের ৩১ মার্চ তারিখে তানিয়া ট্রেডার্স-এর নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ৩৫,৫০০ টাকা এবং উক্ত তারিখে ব্যাংক বিবরণীতে জির ছিল ৩১,৫০০ টাকা। ৩১ মার্চ তারিখের পূর্বে তানিয়া তিনটি চেকে মোট ২৫,০০০ টাকা জমা করে কিন্তু ব্যাংক মাত্র একটি চেক হতে ১০,০০০ টাকা আদায় করে।তানিয়া ট্রেডার্স-এর নগদান বইযের জের ও ব্যঅংক বিবরণী জের অমিল হওয়ারকারণ-
- ব্যাংক বিবরণীতে লেখা হয় নি
- নগদান ভুক্ত হয় নি
- নগদান বই বা ব্যাংক বিবরণীতে ভুল লেখা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-সমন্বয়-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 40"