
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০১৬-১৭
(বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে
বস্ত্র দপ্তর পরিচালিত ৫টি সরকারি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ)
.
আবেদনের সময়সীমা:০৬ অক্টোবর – ৩০ নভেম্বর (টেলিটকে)
আবেদন ফি:১০০০ টাকা (টেলিটকে)
আবেদনকারী সকলে পরীক্ষা দিতে
পারবে।
আবেদনের যোগ্যতা:
→২০১৩/১৪ সালে এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও ২০১৫/১৬ সালে এইচ.এস.সি উত্তীর্ণ
শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
→বিজ্ঞান বিভাগ থেকে এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
→উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থ, রসায়ন এবং গণিতে নূন্যতম জিপিএ ৩.৫০ এবং ইংরেজীতে ৩.০০ সহ মোট ১৩.৫০ থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি:
→৩০০ নম্বরের মেধা তালিকা হবে।
→MCQ পদ্ধতিতে পদার্থ (৩০), রসায়ন (৩০), গণিত (৩০) ও ইংরেজীতে (১০) মোট ১০০ টি প্রশ্নে ২০০ নম্বরের পরীক্ষা।
→বাকি ১০০ ৪র্থ বিষয়সহ এসএসসি (ssc) বা মাধ্যমিকি
ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকর জিপিএ থেকে হিসাব হবে।
→২০১৫ সালে এইচ.এস.সি উত্তীর্ণদের ২ নম্বর কাটা হবে।
→ভুল উত্তরে .৫০ নম্বর কাটা যাবে।
→ক্যালকুলেটর নিষিদ্ধ।
পরীক্ষার তারিখ: ০৯ ডিসেম্বর সকাল ১০.০০ টা থেকে ১১.২০ পর্যন্ত।
→ফল প্রকাশ:১৫ ডিসেম্বর
৫টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,
জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম।
২. পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়ীয়া, পাবনা।
৩. বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী।
৪. শহীদ আবদুর রব সেরনিয়াবাত
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিএন্ডবি রোড, বরিশাল।
৫. ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
কলেজ, সদর, ঝিনাইদহ।
আসন: প্রতিটিতে ১২০ টি করে
৬০০ টি।
.
বিস্তারিত: www.dot.gov.bd/…/ভর্তি-বিজ্ঞপ্তি-বিএসসি-ইন-টেক্সটাইল-ইঞ্জিন…