
এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ১১: গদ্য – মমতাদি
১.
‘কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকাল না।’ এই বাক্যে ফুটে উঠেছে মমতাদির –
Ο ক)
কর্মদক্ষতা
Ο খ)
কর্মনিপুণতা
Ο গ)
দায়িত্বের স্বচ্ছতা
Ο ঘ)
লোকদেখানো অভিনয়
সঠিক উত্তর: (গ)
২.
সবাই যদি তোমার মতো ভালোবাসত – এ বাক্যে প্রকাশ পেয়েছে মমতাদির –
i. মনের হতাশা
ii. মনের আক্ষেপ
iii. মনের আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩.
ছোট ছেলেটি কত বার রান্না ঘরে গিয়ে দাঁড়ালো?
Ο ক)
এক দুই বার
Ο খ)
দুই তিন বার
Ο গ)
তিন চার বার
Ο ঘ)
চার পাঁচ বার
সঠিক উত্তর: (ঘ)
৪.
মা মমতাদিকে কাল সকাল থেকে আসতে বললেন কেন?
Ο ক)
কথাবার্তা বলতে
Ο খ)
কাজে যোগ দিতে
Ο গ)
জেরার জবাব দিতে
Ο ঘ)
বাবার সাথে দেখা করতে
সঠিক উত্তর: (খ)
৫.
‘দিবারাত্রির কাব্য’ উপন্যাস রচনার পর মানিক জীবিকা হিসেবে বেছে নেন?
Ο ক)
গবেষণাকর্মকে
Ο খ)
সাংবাদিকতাকে
Ο গ)
শিক্ষকতাকে
Ο ঘ)
লেখালেখিকে
সঠিক উত্তর: (ঘ)
৬.
প্রসাদ বলা হয় –
i. দেবতার উদ্দেশ্যে নিবেদিত ফল-ফলাদি
ii. চাকরি পাওয়ার জন্য মিষ্টি বিতরণ
iii. মন্ত্রপূত খাবার জাতীয় উপকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭.
ছেলেটির মা মমতাদিকে জেরা করল –
i. মমতাদি কাজের মানুষ বলে
ii. মমতাদির প্রকৃতাবস্থা জানতে
iii. মমতাদির সঙ্কোচ দূর করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮.
ছেলেটি মমতাদিকে নিজের বাড়ির একজন বলে মনে করেছিল, কেননা –
i. ছেলেটিকে সে স্নেহ করেছিল
ii. ছেলেটিকে সে ভাই বলেছিল
iii. ছেলেটির কাছে সত্য বলেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯.
মমতাদির চোখ দুটি কেমন দেখাচ্ছিল?
Ο ক)
উজ্জ্বল
Ο খ)
স্থির চঞ্চল
Ο গ)
নিষ্প্রভ
Ο ঘ)
চঞ্চল
সঠিক উত্তর: (খ)
১০.
‘বাছা’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক)
বাদ দেওয়া
Ο খ)
পছন্দ করা
Ο গ)
বাছাই করা
Ο ঘ)
বৎস বা সম্বোধন
সঠিক উত্তর: (ঘ)
১১.
মমতাদির সংসার আর চলে না কেন?
Ο ক)
দুর্যোগে সব বিনষ্ট হয়ে গেছে
Ο খ)
স্বামী চার মাস হলো চাকরিচ্যুত
Ο গ)
স্বামী থানা-হাজতে বন্দি
Ο ঘ)
ঋণভারে জর্জরিত সংসার
সঠিক উত্তর: (খ)
১২.
‘কাজগুলিকে সে আপনার করে নিল’ – এ চিত্রকল্পে মমতাদি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক)
স্বল্পভাষ স্বভাব
Ο খ)
কাজের প্রতি মনোযোগ
Ο গ)
কাজের প্রতি আন্তরিকতা
Ο ঘ)
কাজ নিয়ে মাতামাতি
সঠিক উত্তর: (গ)
১৩.
‘তাঁর আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।’ – এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর –
Ο ক)
ডাকনাম
Ο খ)
বংশীয় নাম
Ο গ)
পদবি
Ο ঘ)
ছদ্মনাম
সঠিক উত্তর: (ঘ)
১৪.
১৯৫৬ খ্রিস্টাব্দের ৩রা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। – এ চিত্রকল্পে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক)
উনিশ শতকের মাঝামাঝি
Ο খ)
বিশ শতকের সূচনা
Ο গ)
বিশ শতকের মাঝামাঝি
Ο ঘ)
বিশ শতকের সমাপ্তি
সঠিক উত্তর: (ক)
১৫.
সবাই মমতাদির সান্নিধ্য আশা করেছিল কেন?
Ο ক)
সে ভালো গল্প করে বলে
Ο খ)
তার প্রশংসা করবে বলে
Ο গ)
তার পরিচয় জানবে বলে
Ο ঘ)
তার কর্মনিষ্ঠা ভালো বলে
সঠিক উত্তর: (ঘ)
১৬.
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কত?
Ο ক)
চল্লিশটির অধিক
Ο খ)
পঞ্চাশটির অধিক
Ο গ)
ষাটটির অধিক
Ο ঘ)
সত্তরটির অধিক
সঠিক উত্তর: (খ)
১৭.
মমতাদির সঙ্গে ছেলেটির কথোপকথনকে মূল্যবান বলার কারণ –
i. কথায় মূল্যবান জিনিস ছিল
ii. কথার ভেতরে স্নেহ লুকিয়ে ছিল
iii. কথায় বন্ধুত্বপূর্ণ আবেগ লুকিয়ে ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮.
মমতাদি ছেলেটির বাড়ির কাজ ছাড়তে চায় নি কেন?
Ο ক)
স্নেহ পেয়েছে তাই
Ο খ)
ভালো মাইনে তাই
Ο গ)
স্বমীর বেতন কম বলে
Ο ঘ)
মা বারণ করেছে তাই
সঠিক উত্তর: (ক)
১৯.
‘তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে।’ এ বাক্যটি আমাদেরকে মনে করিয়ে দেয় –
i. স্বামীত্বের দাম্ভিকতা
ii. অধিকারের যথাযথ ব্যবহার
iii. নির্যাতনের নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০.
শোবার ঘরকে অন্য ঘরের চেয়ে মান দেওয়া হয়েছে কেন?
Ο ক)
সাথে রান্নাঘর আছে বলে
Ο খ)
এক শিট আয়রনের ছাদ বলে
Ο গ)
ঘরে দুটি জানালা আছে বলে
Ο ঘ)
ঘরটি অনেক চওড়া বলে
সঠিক উত্তর: (গ)
২১.
‘মমতাদি’ গল্পে বামুনদি সম্বোধনটি কীসের সাথে তুলনীয় হয়েছে?
Ο ক)
আদর করে
Ο খ)
স্নেহের আতিশয্যে
Ο গ)
নিজের গর্ব প্রতিষ্ঠার জন্য
Ο ঘ)
লেখক মিশুক বলে
সঠিক উত্তর: (গ)
২২.
মমতাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন?
Ο ক)
লজ্জা ঢাকতে
Ο খ)
কাজের সুবিধার্থে
Ο গ)
আত্মসম্মান ঢাকতে
Ο ঘ)
রান্না করবে তাই
সঠিক উত্তর: (গ)
২৩.
কোন বিচারে জীবনময় লেনকে যমালয় বলা যায় –
Ο ক)
ছোট গলি
Ο খ)
দূষিত চাপা গন্ধ
Ο গ)
যাওয়ার রাস্তা পাতাল রাস্তার মতো
Ο ঘ)
ঘরগুলো ছোট ছোট
সঠিক উত্তর: (গ)
২৪.
জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ – এগুলো কী?
Ο ক)
গল্পগ্রন্থ
Ο খ)
প্রবন্ধ সংগ্রহ
Ο গ)
উপন্যাস
Ο ঘ)
নাটক
সঠিক উত্তর: (গ)
২৫.
মমতাদির ছেলে –
i. পেটের ব্যথায় ঘুমায়নি
ii. মমতাকে ঘুমাতে দেয়নি
iii. স্কুলে যায়নি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬.
মমতাদির স্বামীর চাকরি নিয়ে মা কাদের কাছে মন্তব্য করেছির?
Ο ক)
বাড়ির সকলের কাছে
Ο খ)
এলাকার সকলের কাছে
Ο গ)
পাড়ার মহিলাদের কাছে
Ο ঘ)
পাড়ার বৃদ্ধদের কাছে
সঠিক উত্তর: (গ)
২৭.
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
Ο ক)
অতসীমামী
Ο খ)
প্রাগৈতিহাসিক
Ο গ)
সরীসৃপ
Ο ঘ)
চিত্রাবলী
সঠিক উত্তর: (ক)
২৮.
মমতাদির ছেলের বয়স কত?
Ο ক)
তিন বছর
Ο খ)
চার বছর
Ο গ)
পাঁচ বছর
Ο ঘ)
ছয় বছর
সঠিক উত্তর: (গ)
২৯.
‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী’ – এ বাক্যে ছেলেটির মায়ের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো –
i. মমতাদিকে আপন ভাবা
ii. মমতাদির কষ্টে সমব্যথী হওয়া
iii. মমতাদিকে মর্যাদা দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০.
মমতাদির শোবার ঘরের টেবিলে ছিল –
i. কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র
ii. বই খাতা, অল্পদামী টাইমপিস
iii. ওষুধের শিশি মেরামত করা আর্সি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১.
মমতাদি লেখককে শুধু দিদি বলে ডাকতে বলেছিল কেন?
Ο ক)
আত্মমর্যাদার জন্য
Ο খ)
সে ব্রাহ্মণ কন্যা নয় বলে
Ο গ)
সে লেখকের বোন হতে চায় বলে
Ο ঘ)
ডাকটি তার প্রিয় বলে
সঠিক উত্তর: (ক)
৩২.
মমতাদির কাজের কোন বৈশিষ্ট্য দেখে সকলে মুগ্ধ হলো?
Ο ক)
দক্ষতা ও বিন্যাস
Ο খ)
ক্ষিপ্রতা ও বিন্যাস
Ο গ)
শৃঙ্খলা ও ক্ষিপ্রতা
Ο ঘ)
ক্ষিপ্রতা ও দক্ষতা
সঠিক উত্তর: (গ)
৩৩.
মমতাদি সহজ মানুষ হয়ে গেল –
i. মুখ ফিরিয়ে হেসে
ii. রহস্যের ঘোমটা খুলে
iii. ভালোবাসা আকাঙ্ক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪.
‘বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে।’ এখানে আস্কারার সাথে সাদৃশ্যপূর্ণ হলো –
i. স্নেহ
ii. প্রশ্রয়
iii. তিরস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫.
মমতাদি দরজার পাশে দাঁড়িয়ে কী করছির?
Ο ক)
কুটুমদের কথা শুনছিল
Ο খ)
মার আদেশ পালন করছিল
Ο গ)
খোকার মিষ্টি খাওয়া গুনছিল
Ο ঘ)
মনঃক্ষুন্ন হয়ে বসে ছিল
সঠিক উত্তর: (গ)
৩৬.
‘এমনে কথা কইবেন না আফা। কাম করি বইলা কি মান সম্মান নাই?’ এই উক্তির সাথে মমতাদির সাদৃশ্য হলো –
Ο ক)
ব্যবহারে
Ο খ)
রুষ্টতায়
Ο গ)
আত্মসম্মানবোধে
Ο ঘ)
আভিজাত্যের দাম্ভিকতায়
সঠিক উত্তর: (গ)
৩৭.
‘মমতাদি’ কেমন ঘরের নারী?
Ο ক)
বনেদি ঘরের
Ο খ)
মর্যাদাসম্পন্ন ঘরের
Ο গ)
বামুন ঘরের
Ο ঘ)
বস্তিঘরের
সঠিক উত্তর: (খ)
৩৮.
খোকার হাত থেকে মমতাদি সন্দেশ কেড়ে নিল কেন?
Ο ক)
খোকা চুরি করে সন্দেশ খাচ্ছিল
Ο খ)
সন্দেশে নোংরা পানি ছিল
Ο গ)
অতিরিক্ত সন্দেশ খেলে পেট খারাপ হবে
Ο ঘ)
অতিথিরা দুষ্ট চেলে বলবে
সঠিক উত্তর: (গ)
৩৯.
মমতাদির দুচোখ সজল হয়ে ওঠার কারণ –
i. আশাতিরিক্ত মাইনা লাভ
ii. কৃতজ্ঞতা
iii. দুঃখবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০.
মমতাদির গালে চড়ের দাগ প্রমাণ কার স্বামীর সংসারে সে ছিল –
i. নির্যাতিতা
ii. লাঞ্ছিতা
iii. মহীয়সী
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১.
‘সংকোচ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
Ο ক)
সন্ধিযোগে
Ο খ)
প্রত্যয়যোগে
Ο গ)
উপসর্গযোগে
Ο ঘ)
সমাসযোগে
সঠিক উত্তর: (খ)
৪২.
‘বামুনদি’ শব্দের পরিপূর্ণ রূপ কী?
Ο ক)
বামুনের দিদি
Ο খ)
ব্রাহ্মণ দিদি
Ο গ)
বামুন বৌদি
Ο ঘ)
ব্রাহ্মণ বৌদি
সঠিক উত্তর: (খ)
৪৩.
‘এত কথা কইতে পারে আপনার ছেলে’ – মমতাদির এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো –
i. ছেলেটি অনেক কথা বলে
ii. ছেলেটি অনেক আবদার করে
iii. ছেলেটি ভীষণ স্নেহকাতর
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৪.
মমতাদির চোখ দুটি কেমন?
Ο ক)
কিঞ্চিৎ চঞ্চল
Ο খ)
সহজ সরল
Ο গ)
স্থির অচঞ্চল
Ο ঘ)
অটল অবিচল
সঠিক উত্তর: (গ)
৪৫.
মমতাদি স্বভাবে –
Ο ক)
ভারি দুষ্ট
Ο খ)
ভারি শান্ত
Ο গ)
ভারি চাপা
Ο ঘ)
ভারি লাজুক
সঠিক উত্তর: (গ)
৪৬.
‘সীমান্ত’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক)
শির
Ο খ)
সিন্ধুর
Ο গ)
সিঁথি
Ο ঘ)
সীমানা
সঠিক উত্তর: (গ)
৪৭.
গালে আঙ্গুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু –
i. সবাই তার অবস্থা টের পেয়েছিল
ii. তার আত্মসম্মানের ধাক্কা লেগেছিল
iii. স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮.
অবনী কার হাতের চড় খেয়েছিল?
Ο ক)
মায়ের
Ο খ)
শিক্ষকের
Ο গ)
স্বামীর
Ο ঘ)
খোকার
সঠিক উত্তর: (খ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
চৌধুরী বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে কিরণবালা সোনার একটি নথ কুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে নথটি নিয়ে সে গেল বড় গিন্নির কাছে। গিন্নি মা তাকে একটি একটি টাকার নোট দিতেই কিরণমালা তা নিতে অস্বীকার জানাল। তিনি বুঝলেন, কাজের লোক হলেও কিরণের আত্মমর্যাদাবোধ অক্ষুন্ন রয়েছে।
৪৯.
উদ্দীপকের সঙ্গে ‘মমতাদি’ গল্পের বৈপরীত্য রয়েছে –
i. ঘটনায়
ii. পরিবেশে
iii. পটভূমিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.
উদ্দীপকের কিরণ ও ‘মমতাদি’ গল্পের মমতাদির ঐক্যসূত্র হলো –
i. তারা উভয়েই সত্যবাদী
ii. তারা উভয়েই কর্মনিষ্ঠ
iii. তারা উভয়েই বিশ্বাসী
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)