এসএসসি পড়ালেখা|| বাংলা ১মপত্র অধ্যায় – ৩: গদ্য – বই পড়া

এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ৩: গদ্য – বই পড়া
১.

লেখকের মতে কেউ বই পড়ার পরামর্শ গ্রহণ করে না, কারণ –

Ο ক)

আমরা জাতি হিসেবে শিক্ষিত নই

Ο খ)

আমরা জাতি হিসেবে উন্নত নই

Ο গ)

আমরা জাতি হিসেবে যথেষ্ট জ্ঞানী

Ο ঘ)

আমরা জাতি হিসেবে শৌখিন নই

সঠিক উত্তর: (ঘ)

২.

‘প্রমথ চৌধুরীর নেতৃত্বেই বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়।’ এখানে ‘নতুন গদ্যধারা’ বলতে বোঝায় –

Ο ক)

সাধু রীতি

Ο খ)

চলিত রীতি

Ο গ)

আঞ্চলিক রীতি

Ο ঘ)

মিশ্র রীতি

সঠিক উত্তর: (খ)

৩.

প্রমথ চৌধুরীর মতে সাহিত্যচর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলেও –

i. এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না

ii. এ শিক্ষার ফল তাৎক্ষণিক নয়

iii. এ শিক্ষার কোনো বাজারদর নেই

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪.

কোন মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয় না?

Ο ক)

আত্মার

Ο খ)

দেহের

Ο গ)

মানুষের

Ο ঘ)

পশুর

সঠিক উত্তর: (ক)

৫.

প্রবন্ধের প্রধান বাহন কী?

Ο ক)

কাহিনি

Ο খ)

বিষয়বস্তু

Ο গ)

সংলাপ

Ο ঘ)

চরিত্র

সঠিক উত্তর: (খ)

৬.

সে যুগে ফ্রন্সে কৃতকর্মা লোকদের আগমন ঘটেছিল কাদের মধ্য থেকে?

Ο ক)

যারা পরীক্ষায় ভালো ফল করেছে

Ο খ)

যারা পরীক্ষায় পাস করতে পারেনি

Ο গ)

স্কুল পালানো ছেলেদের মধ্য থেকে

Ο ঘ)

রাজনীতিবিদদের মধ্য থেকে

সঠিক উত্তর: (খ)

৭.

শিষ্যকে বিদ্যার সাধনা কীভাবে করতে হয়?

Ο ক)

বই পড়ে

Ο খ)

নিজ চেষ্টায়

Ο গ)

আত্মস্থ করে

Ο ঘ)

গুরুর সহায়তা

সঠিক উত্তর: (খ)

৮.

কীসের দ্বারা গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?

Ο ক)

ব্যবসায়

Ο খ)

শিক্ষা

Ο গ)

উপাসনা

Ο ঘ)

খেলাধুলা

সঠিক উত্তর: (খ)

৯.

‘ভাঁড়েও ভবানী’ – কথাটির অর্থ কী?

Ο ক)

প্রাচুর্য

Ο খ)

পরিশ্রমী

Ο গ)

সিক্ত

Ο ঘ)

রিক্ত

সঠিক উত্তর: (ঘ)

১০.

প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়?

Ο ক)

বরিশাল

Ο খ)

পাবনা

Ο গ)

বীরভূম

Ο ঘ)

দিনাজপুর

সঠিক উত্তর: (খ)

১১.

‘কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবম্য আমাদের দোষ নয়’ – এ জন্য দায়ী –

Ο ক)

শিক্ষাব্যবস্থার ত্রুটি

Ο খ)

গণতন্ত্র

Ο গ)

ডেমোক্রেসির গুরুরা

Ο ঘ)

মাতাপিতার অবহেলা

সঠিক উত্তর: (ক)

১২.

‘প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’ কীভাবে?

Ο ক)

স্কুল-কলেজের মাধ্যমে

Ο খ)

শিক্ষকের কল্যাণে

Ο গ)

লাইব্রেরির বদান্যতায়

Ο ঘ)

সামাজিক শিক্ষায়

সঠিক উত্তর: (গ)

১৩.

আমরা প্রস্তুত নই –

Ο ক)

জীবনকে উপভোগ করতে

Ο খ)

জীবনকে ভালোবাসতে

Ο গ)

বিজ্ঞানের সাহায্য নিতে

Ο ঘ)

সাহিত্যের রস উপভোগ করতে

সঠিক উত্তর: (ঘ)

১৪.

কারা সকলকে দমন করতে চেয়েছিলেন?

Ο ক)

সামন্ততন্ত্রের প্রবক্তরা

Ο খ)

গণতন্ত্রের প্রবক্তরা

Ο গ)

রাজতন্ত্রের প্রবক্তরা

Ο ঘ)

ভাববাদের প্রবক্তরা

সঠিক উত্তর: (খ)

১৫.

মনগঙ্গার তোলা জল কোনটি?

Ο ক)

ধর্মীয় শাস্ত্র

Ο খ)

সাহিত্যিক রচনা

Ο গ)

দর্শন-বিজ্ঞান

Ο ঘ)

গবেষণা গ্রন্থ

সঠিক উত্তর: (গ)

১৬.

গ্রিসের রাজধানী কোথায়?

Ο ক)

রোম

Ο খ)

প্যারিস

Ο গ)

এথেন্স

Ο ঘ)

স্পার্টা

সঠিক উত্তর: (গ)

১৭.

‘বই পড়া’ প্রবন্ধটির উৎস কী?

Ο ক)

বীরবলের হালখাতা

Ο খ)

চারইয়ারী কথা

Ο গ)

প্রবন্ধ সংগ্রহ

Ο ঘ)

নীললোহিত

সঠিক উত্তর: (গ)

১৮.

লেখকের মতে সাহিত্যচর্চা হচ্ছে –

i. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ

ii. শখের সর্বপ্রধান অঙ্গ

iii. আনন্দের সর্বপ্রধান অঙ্গ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৯.

‘বীজগণিতের প্রত্যক্ষ ব্যবহার নেই, বিধায় তা শিক্ষা অযৌক্তিক’ – এটা কাদের মতবাদ?

Ο ক)

পেশাদারদের

Ο খ)

সাহিত্যিকদের

Ο গ)

ব্যাংকারদের

Ο ঘ)

সাংবাদিকদের

সঠিক উত্তর: (ক)

২০.

লাইব্রেরি কীসের জন্য দরকার?

Ο ক)

সাহিত্যচর্চার জন্য

Ο খ)

বিজ্ঞানচর্চার জন্য

Ο গ)

ধর্মচর্চার জন্য

Ο ঘ)

নীতিচর্চার জন্য

সঠিক উত্তর: (ক)

২১.

‘এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই।’ লেখক ‘দাতাকর্ণ’ বলতে বুঝিয়েছেন –

i. এক পৌরাণিক চরিত্রকে

ii. দেশের শিক্ষকদের

iii. দানবীরদের

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২২.

‘পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়।’ – এ মতবাদের বিরুদ্ধ মতবাদ –

Ο ক)

বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়

Ο খ)

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

Ο গ)

শিক্ষা অর্জন ও গ্রহণের ব্যাপার

Ο ঘ)

গুরু শিষ্যকে জ্ঞান দেন

সঠিক উত্তর: (ঘ)

২৩.

‘সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’ এটি হচ্ছে –

i. সাহিত্যের উপযোগিতা রয়েছে

ii. সাহিত্যচর্চা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ

iii. সাহিত্যচর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

iii

Ο গ)

i ও ii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৪.

আমাদের বিশ্বাস আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে –

Ο ক)

শিক্ষা

Ο খ)

সরকার

Ο গ)

সাহিত্য

Ο ঘ)

গণতন্ত্র

সঠিক উত্তর: (ক)

২৫.

প্রমথ চৌধুররি মতে মানুষের মনকে সরল, সচল ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে কার ওপর ন্যস্ত?

Ο ক)

লাইব্রেরির ওপর

Ο খ)

সাহিত্যের ওপর

Ο গ)

শিক্ষিত লোকের ওপর

Ο ঘ)

সমাজসেবার ওপর

সঠিক উত্তর: (খ)

২৬.

ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা না বুঝলেও যেটি বুঝে তা নির্দেশ করতে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য?

Ο ক)

শুধু অর্থের সার্থকতা

Ο খ)

শুধু অর্থের বিশালতা

Ο গ)

ব্যাখ্যার বিশালতা

Ο ঘ)

বিশ্লেষণের বিশালতা

সঠিক উত্তর: (ক)

২৭.

মনের দাবি রক্ষা না করলে –

Ο ক)

লোকে মন্দ বলে

Ο খ)

কবি হওয়া যায় না

Ο গ)

আত্মা বাঁচে না

Ο ঘ)

দেহ বাঁচে না

সঠিক উত্তর: (গ)

২৮.

মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?

Ο ক)

বই পড়া

Ο খ)

সাহিত্য পাঠ

Ο গ)

বিদ্যার সাধনা

Ο ঘ)

উদরপূর্তি

সঠিক উত্তর: (ক)

২৯.

শিষ্যকে কীভাবে বিদ্যা অর্জন করতে হয়?

Ο ক)

নোট করে নিয়ে

Ο খ)

সাধনা করে

Ο গ)

মুখস্থ করে

Ο ঘ)

প্রাইভেট পড়ে

সঠিক উত্তর: (খ)

৩০.

লেখক প্রমথ চৌধুরীর মতে শিক্ষক হচ্ছেন –

i. মানুষ গড়ার কারিগর

ii. জাতির বিবেক

iii. উত্তরসাধক মাত্র

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

i ও ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩১.

স্কুল-কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, শুধু তাই নয়, অনেক স্থলে কী?

Ο ক)

ক্ষতিকর

Ο খ)

বেমানান

Ο গ)

অসঙ্গতিপূর্ণ

Ο ঘ)

মারাত্মক

সঠিক উত্তর: (ঘ)

৩২.

বাংরা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?

Ο ক)

প্রমথ চৌধুরী

Ο খ)

রবীন্দ্রনাথ ঠাকুর

Ο গ)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Ο ঘ)

কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর: (ক)

৩৩.

প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?

Ο ক)

সপ্তদশ

Ο খ)

অষ্টাদশ

Ο গ)

ঊনবিংশ

Ο ঘ)

বিংশ

সঠিক উত্তর: (গ)

৩৪.

‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?

Ο ক)

হাসপাতারের

Ο খ)

স্কুল-কলেজের

Ο গ)

অর্থ-বিত্তের

Ο ঘ)

জ্ঞানী মানুষের

সঠিক উত্তর: (খ)

৩৫.

“যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে।” – কথাটা কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?

Ο ক)

রাশিয়া

Ο খ)

ফ্রান্স

Ο গ)

যুক্তরাজ্য

Ο ঘ)

যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: (ক)

৩৬.

প্রমথ চৌধুরী বিলাত থেকে ফিরে এসে যোগদান করেন –

i. আইন পেশায়

ii. অধ্যাপনায়

iii. ব্যবসায়ে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৭.

লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপর স্থান দেওয়ার কারন কী?

Ο ক)

বিজ্ঞানচর্চার জন্য

Ο খ)

ধর্মীয় চর্চায় জ্ঞান অর্জন

Ο গ)

পরীক্ষায় ফলাফল ভালো না করা

Ο ঘ)

স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া

সঠিক উত্তর: (ঘ)

৩৮.

‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’ – যে এটি স্পষ্ট করতে লেখক এ বাক্যটির অবতারণা করেছেন –

Ο ক)

ইংরেজ সভ্যতার দোষ নেই, দোষ বাঙালির রুচির

Ο খ)

বাঙালি জাতির স্বাস্থ্য খারাপ

Ο গ)

ব্যাধিমাত্রই সংক্রামক নয়

Ο ঘ)

সকল ব্যাধিই সংক্রামক

সঠিক উত্তর: (ক)

৩৯.

সাহিত্যচর্চার সুফল সম্পর্কে অনেকেই কী?

Ο ক)

সন্দিহান

Ο খ)

অজ্ঞ

Ο গ)

লোভী

Ο ঘ)

ভাগ্যবান

সঠিক উত্তর: (ক)

৪০.

‘উত্তরসাধক’ শব্দের অর্থ কী?

Ο ক)

উত্তরদাতা

Ο খ)

সাহায্যকারী

Ο গ)

বিনিযোগকারী

Ο ঘ)

উদ্ধারকারী

সঠিক উত্তর: (খ)

৪১.

‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা –

Ο ক)

ডাক্তার-হাসপাতালের চাইতে একটু বেশি

Ο খ)

কবি-সাহিত্যিকের চাইতে একটু বেশি

Ο গ)

স্কুল-কলেজের চাইতে একটু বেশি

Ο ঘ)

রাজনীতি-অর্থনতির চাইতে একটু বেশি

সঠিক উত্তর: (গ)

৪২.

লাইব্রেরির সুবিধা কী?

i. সেখানে অনেক বই থাকে

ii. বই কিনে পড়তে হয় না

iii. নিজের পছন্দমতো বই পড়তে পারা যায়

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৩.

কোন সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির দোষগুলো আয়ত্ত করেছি?

Ο ক)

পারস্য সভ্যতা

Ο খ)

ইংরেজ সভ্যতা

Ο গ)

গ্রিক সভ্যতা

Ο ঘ)

রোমান সভ্যতা

সঠিক উত্তর: (খ)

৪৪.

‘কারদানি’ শব্দটির অর্থ কী?

Ο ক)

কারচুপি

Ο খ)

বীরত্ব

Ο গ)

বাহাদুরি

Ο ঘ)

পান্ডিত্য

সঠিক উত্তর: (গ)

৪৫.

‘গতাসু’ শব্দটির অর্থ কী?

Ο ক)

মৃত

Ο খ)

অর্ধমৃত

Ο গ)

গতানুগতিক

Ο ঘ)

আনুভূমিক

সঠিক উত্তর: (ক)

৪৬.

‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে ‘শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।’ – কারণ শিক্ষা হলো –

Ο ক)

অনুশীলনের বিষয়

Ο খ)

চর্চার বিষয়

Ο গ)

অধ্যয়নের বিষয়

Ο ঘ)

অর্জনের বিষয়

সঠিক উত্তর: (ঘ)

৪৭.

প্রমথ চৌধুরীর মতে আমরা কীসের রস উপভোগ করতে প্রস্তুত নই?

Ο ক)

অমৃত রস

Ο খ)

সাহিত্যের রস

Ο গ)

সুখের রস

Ο ঘ)

ফলের রস

সঠিক উত্তর: (খ)

৪৮.

কোনটি সাহিত্যের সার্থকতা বোঝে না?

Ο ক)

গণতন্ত্র

Ο খ)

সমাজতন্ত্র

Ο গ)

সাম্যবাদ

Ο ঘ)

রাজতন্ত্র

সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

এক রাজ্যে একজন পন্ডিত ছিলেন। তাঁর একখানা মূল্যবান গ্রন্থ ছিল। রাজা গ্রন্থটি হস্তগত করার চেষ্টায় শেষ পর্যন্ত পন্ডিতকে হত্যা করেন। পন্ডিত আগেই বুঝতে পেরে বইয়ের শেষ পৃষ্ঠায় শেষ কোণায় যেখানে আঙ্গুল জিহ্বায় লাগিয়ে পৃষ্ঠা উল্টানো হয় সেখানে বিষ মাখিয়ে রেখেছিল। গ্রন্থটি পাঠ শেষে রাজা তাই মারা গেলেন। আমাদের পাঠক সমাজ এই গল্প জানেন বলেই হয়ত বই কেনেন না।

৪৯.

উদ্দীপকে আমাদের পাঠক সমাজের যে দিকটি প্রকাশিত হয়েছে –

Ο ক)

সাহিত্য বিমুখতা

Ο খ)

জ্ঞানচর্চায় উদাসীনতা

Ο গ)

গ্রন্থ বিমুখতা

Ο ঘ)

মৃত্যুভীতি

সঠিক উত্তর: (গ)

৫০.

উদ্দীপকে আমাদের পাঠক সমাজ সম্পর্কে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

Ο ক)

উপহাস

Ο খ)

অবজ্ঞা

Ο গ)

রসিকতা

Ο ঘ)

তাচ্ছিল্য

সঠিক উত্তর: (গ)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline