৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
১.ইংল্যান্ড হল – ব্রিটেন
২.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ ওয়েলস গ্রেট ব্রিটেন(১৭০৭ সালে)
৩.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ আয়ার ল্যান্ড+ওয়েলস যুক্তরাজ্য( ১৮০১ সালে)
৪.পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে- যুক্তরাজ্যে
৫.ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়- ম্যাগনাকার্টা (১২১৫)
৬.ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকাটা স্বাক্ষরিত হয় -রানীমেড দ্বীপে – রাজা জন ও ইংল্যান্ডের জনগণের মধ্যে।
৭.যুক্তরাজ্যের সংবিধান- অলিখিত
৮.যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার
৯.যুক্তরাজ্যের সর্বোচ্চ পবর্তশৃঙ্গ? বেননেভিস
১০.ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে বড় শহর বিশ্বে রাজধানী- লন্ডন
১১.ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস নিয়েগ্রেট ব্রিটেন গঠিত যেটি টেমস নদীর তীরে অবস্থিত।
১২.ইউরোপের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ-যুক্তরাজ্য
১৩.ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়অষ্টদশ শতাব্দীর শেষ দিকে
১৪.যুক্তরাজ্যের বেসামরিক সর্বোচ্চ খেতাব – নাইট হুট
১৫.ভিক্টোরিয়া ক্রস হলব্রিটেনের সামরিক সর্বোচ্চ খেতাব
১৬.The king can do no wrong লেখা আছে ব্রিটেনের সংবিধানে
১৭.১ম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন- হেনরি আসকুইথ ও ডেভিট লয়েড জর্জ।
১৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইন্সটন চার্চিল+চেম্বার লিন
১৯.ব্রিটেনের ১ম প্রধানমন্ত্রী – স্যার রবার্ট ওয়ালপোল
২০. ব্রিটেনেরে ১ম রাজা ছিলেন – অ্যালফ্রেড দি গ্রেট
২১.ব্রিটেন থেকে স্বাধীন হওয়া দেশদের নিয়ে গঠিত সংগঠন- কমনওয়েলথ- দেশসমুহকে কমনওয়েলথ ক্যান্ট্রি বলে । ৫৭টি
২২.অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা তাদের দেশের সর্বপ্রধান হিসেবে ব্রিটেনের রানী কে মানেন।
২৩.বর্তমানে সিংহাসনে অধিষ্ঠিত আছেন- ২য় এলিজাবেথ
২৪.একজন রাজা সাধারণ মহিলাকে বিয়ে করে সিংহাসনচু্ত হন – ৮ম অ্যাডওয়ার্ড
২৫. চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হলো ইংল্যান্ডের অর্থমন্ত্রীর উপাধি
২৬.ইংল্যান্ড এবং ফ্রান্স এর মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়
১৩৩৮ সালে
২৭.প্রথম রানী এলিজাবেথ ব্রিটেনের প্রধানমসন্ত্রী হন১৫৫৮ সালে
২৮.প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন হেনরী আসকুইথ
২৯. ইউরোপের লৌহমানবী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছেলেন ১১ বছর
৩০.গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা ছিলেন ষষ্ঠ হেনরী
৩১.ভার্জিন কুইন বলা হয় রানী এলিজাবেথকে
৩২.সেন্ট হেলেনা দ্বীপ
যুক্তরাজ্যে আবস্থিত:
৩৩.ইংল্যান্ড জয় করেন ডিওক প্রথম উইলিয়াম
৩৪. ইংরেজীকে ইংল্যান্ডের সরকারি ভাষা হিসাবে গ্রহণ করা হয় ১৩৬২ সালে
৩৫. ব্রিটেনের কোন প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেনউইন্সটন চার্চিল
৩৬.যুক্তরাজ্যের একমাত্র নারী প্রধানমন্ত্রীর নামমার্গারেট থ্যাচার
৩৭.লৌহমানবী হিসেবে খ্যাত -মার্গারেট থ্যাচার
৩৮.রাসায়নিক গবেষনা গারে কাজ করতেন-মার্গারেট থ্যাচার
৩৯.আজেন্টিনার সাথে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ১৮৮২সালে যুদ্ধের সময় ক্ষমতায় ছিলেন-মার্গারেট থ্যাচার
৪০.যুক্তরাজ্যের আইন সাভা দুইকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস এবং নিম্নকক্ষের নাম হাউজ অব কমন্স।
৪১. হাউজ অব লর্ডস এর সদস্য সংখ্যা৭৪০ জন
৪২.হাউজ অব কমন্স এর সদস্য সংখ্যা ৬৫০ জন( ৩২৬ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়।)
৪৩.যুক্তরাজ্যের হাউজ অব কমন্স এর প্রথম মুসলিম নারী সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী
৪৪. যুক্তরাজ্যের পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক( ইউনিয়ন ফ্লাগ)
৪৫.যুক্তরাজ্যে প্রথম পরমানুর পরীক্ষা চালায়১৯৫২ সালে
৪৬. প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় (আলমা টানেলে) মারা যায়১৯৯৭ সালে
বিখ্যাত স্থানসমুহ:
১.যুক্তরাজ্যের আইনসভার চিপ হুইপ এর কর্যালয়ের নাম ৯ নং ডাইনিং স্ট্রিট
২.যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয় হচ্ছে ১০ নং ডাইনিং স্ট্রিট
৩.যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর (চ্যান্সেলর অব দ্য এক্সচেকার) এর কার্য়ালয় হচ্ছে১১ নং ডাইনিং স্ট্রিট
৪.ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব এর কার্যালয়-১২ নং ডাইনিং স্ট্রিট
৫.ওয়েস্ট মিনিস্টার অ্যাবে- লন্ডনে অবস্থিত একটি চার্চ। এখানে রাজা রানীদের সিংহাসনে আহোরণ ও শেষকৃত্য অনুষ্ঠান হয়
৬.ওয়েস্ট মিনিস্টার -পার্লামেন্ট ভবনের নাম
৭.হোয়াইট হল – ব্রিটেনের প্রমাসনিক সদর দপ্তর
৮. পলমল হাউস- লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটিতে অবস্থিত একটি সড়ক
৯.ট্রাফাগাল স্কয়ার-লন্ডনে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত স্কোয়ার ।
১১.মার্লবরো হাউস- কমনওয়েলথ এর সদর দপ্তর
১২. বুশ হাউস-বিবিসির সাবেক কার্যালয়।
১৩.ইন্ডিয়া হাউস- লন্ডনে অবস্থিত ভারতীয় জাতীয়তাবাদী সংস্থা
১৪.বাকিংহাম প্যালেস – রাজপরিবারের বাসভবন।
১৫.লর্ডস- ক্রিকেট খেলার বিশ্ব বিখ্যাত স্টেডিয়াম
১৬.ওভাল- ক্রিকেট খেলার বিশ্ব বিখ্যাত স্টেডিয়াম
১৭.হিথ্রো- বিমান বন্দর
১৮.রিজেন্ট- পার্ক
১৯.ম্যানচেস্টার, ড্যান্ডি- সমুদ্র বন্দর
২০.কার্ডিফ-ক্রিকেট খেলার বিশ্ব বিখ্যাত স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে ৫ উইকেটে পরাজিত করেছিল।
ইউরোপিয়ান ইউনিয়ন:
প্রতিষ্ঠা:১৯৯২ সালের ৭ ফেব্রু ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে(কার্যকর-১৯৯৩)
সদর দপ্তর:ব্রাসেলস,বেলজিয়াম
শেনজেন চুক্তির মাধ্যমে — অভিন্ন ইউরোপ ভিসা ।
সদস্য সংখ্যা:২৮টি
যেসব দেশের মুদ্রার নাম ইউরো¤ ১৯টি দেশে ।
.
Austria, Belgium, Cyprus, Estonia, Finland, France, Germany, Greece, Ireland, Italy, Latvia, Luxembourg, Malta, the Netherlands, Portugal, Slovakia, Slovenia, and Spain , লিথুনিয়া ।
আরো কিছু তথ্য
ইউরো মুদ্রা চালু হয় -১৯৯৯ সালের ১ জানু ।জনক;রবার্ট মুন্ডেল
ইউরো নোট একক মুদ্রা চালু হয় ২০০২ সালের ১ জানু।
ইউরো মুদ্রার কেন্দ্রীয় ব্যাংক জামার্নির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয়ান পার্লামেন্ট- ফ্রান্সের স্ট্রাসবার্গে
ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস – লুক্সেমবার্গে
আর্টিকেল ফিফটি- ইইউ থেকে বের হওয়ার হওয়ার আইন ।
ইইউ থেকে বের হওয়ার জন্য সম্প্রতি কোথায় গণভোট হয় – যুক্তরাজ্যে ২৩জুন।
D8: বাপ মা নাই তুমিই ভরসা।
বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া,নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া।
ASEAN: MTV FILM দেখলে BCS হবে না।
Malaysia, thailand, vietnam, filipine, indonesia, laos, mayanmar,brunei, combodia, singapore.
দক্ষিণপূর্ব এশিয়া: ASEAN+পূর্ব তিমুর।
GCC: ওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু দেয়।
ওমান, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার।
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক, ইরান ।
মনে রাখার সহজ কৌশল
আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন।
সদর দপ্তরবিহীন কয়েকটি সংস্থা
_____________________________
G-৭
G-77
NAM
U.S.A এর মোট ৪ জন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হন
–
যথাঃ
আব্রাহাম লিংকন,
জেমস এ গ্যারফিল্ড,
উইলিয়াম ম্যাককিনলে,
জন এফ কেনেডি
কিছু দেশের গেরিলা সংগঠন:
আইএস – ইরাক -সিরিয়া
বোকো হারাম – নাইজেরিয়া
আদ দ্বীন – ইথিওপিয়া
আল সাবাব: সোমালিয়ার জঙ্গি গোষ্ঠিজলদস্যু্
উলফা-ভারত
লস্কর ই তৈয়িবা-পাকিস্থান
তালেবান-আফগানিস্তান
আল কায়েদা-আফগানিস্তান
সাইনিং পাথ-পেরু
.টুপাক আমারু- পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
M-19 – কলম্বিয়ার গেরিলা সংগঠন।
God’s Army-মিয়ানমারের গেরিলা সংগঠন।
.ইউনিটা-অ্যাঙ্গোলার গেরিলা সংগঠন
ফোর্স -১৭ -প্যালেস্টাইনের গেরিলা সংগঠন
.হামাস গেরিলা সংগঠনটি- প্যালেস্টাইন
Abu Sayyaf(ফিলিপাইনের মিন্দানাও এর গেরিলা সংগঠন)
.Black September-প্যালেস্টাইনের গেরিলা সংগঠন
.Black December.পাকিস্তানের গেরিলা সংগঠন
ফার্ক (FARC)- Fuerzs Armadas Revolucionariasde Colombia,
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
যুক্তরাষ্ট্র- APCNN;
ফ্রান্স- AFP;
যুক্তরাজ্য- BBCরয়টার্স;
রাশিয়া- ইতার তাসইন্টার ফ্যাক্সনভোস্তি;
চীন- হিনহুয়ানিউজ এজেন্সিসেন্ট্রাল নিউজ এজেন্সি;
ভারত- প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া;
দক্ষিন কোরিয়া- ইয়নহাপ;…
উত্তর কোরিয়া- KCNA;
ইরান- ইরনা;
ইন্দোনেশিয়া- আনতারা;
পাকিস্তান- এসোসিয়েট প্রেস অফ পাকিস্তান;
মিশর- মেনাএনা;
ফিলিস্তিন- ওয়াফা;
জাপান- কিয়োদো;
মালয়শিয়া- বারনামা;
নেপাল- RSS;
সিরিয়া- সানা;
বিভিন্ন দেশের সংবাদপত্র:
ফ্রান্স- লে মন্ডে;
যুক্তরাজ্য- টাইমসগার্ডিয়েন;
যুক্তরাষ্ট্র- হেরাল্ড ট্রিবিউনওয়ার্ল্ড স্ট্রিট;
রাশিয়া- প্রাভদাইজভেস্তিয়া;
চীন- পিপলস ডেইলি;
ভারত- দি টাইমস অফ ইন্ডিয়া;
পাকিস্তান- ডেইলি ডন;…
বিরোধপূর্ণ স্থান: যাদের মধ্যে বিরোধ:
গোলান মরুভূমি- ইসরাইল ও সিরিয়া
আবু মুসা দ্বীপ- আরব আমিরাত ও ইরান
কুরিল দ্বীপ- রাশিয়া ও জাপান
শাখালিন দ্বীপ- রাশিয়া ও জাপান
শাত-ইল-আরব- ইরান ও ইরাক
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ- বৃটেন ও আর্জেন্টিনা
নার্গানো কারাবাখ- আজারবাইজান ও আর্মেনিয়া
পেরেজিল বা লায়লা দ্বীপ- স্পেন ও মরক্কো
নিউমুর- বাংলাদেশ ও ভারত
জেরুজালেম- ফিলিস্তিন ও ইসরাইল
মুসলিম অধ্যুষিত কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল:
মান্না দ্বীপ – শ্রীলংকার মুসলিম অধ্যুষিত দ্বীপ।
মিন্দানাও- ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত দ্বীপ।
চেচনিয়া- রুশ প্রজাতন্ত্রের অধীনে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র।
জিন জিয়ান- চিনের পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত প্রদেশ।
নিগাসিয়াহুই- চিনের মুসলমানদের পবিত্র স্থান
অমৃতসাগর ভারতের পাঞ্জাবে শিখদের পবিত্র স্থান।
বাবরি মসজিদ- ভারতের অযোধ্যায়ে মুসলমানদের মসজিদ।
তক্ষশীলা- পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র।
গুরুত্বপূর্ণ দ্বীপ ও অঞ্চল:
অকিনাওয়া- ১৯৭২ ,আমেরিকা জাপানের নিকট হস্তান্তর।
দিয়াগ গরসিয়া- ১৯৭৪, ব্রিটেন আমেরিকার নিকট হস্তান্তর।
সুবিক বে- ১৯৯২, আমেরিকা ফিলিপাইনের নিকট হস্তান্তর।
হংকং- ১ জুলাই,১৯৯৭,ব্রিটেন চিনের নিকট হস্তান্তর।
মাকাও- ১৯ ডিসেম্বর, ১৯৯৯,পর্তুগাল চিনের নিকট হস্তান্তর।
পানামা খাল- ৩১ ডিসেম্বর,১৯৯৯, আমেরিকা পানামার নিকট হস্তান্তর।
পৃথিবীর বিখ্যাত চারটি দ্বীপপুঞ্জ:
1.””মার্শাল দ্বীপপুঞ্জ””_
প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র।
এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
.
2.””ফক্ল্যান্ড দ্বীপপুঞ্জ””_
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ ছিল এজন্য ১৯৮২সালে যুদ্ধ হয়েছিল। বর্তমানে এটি আর্জেন্টিনার ।
.
3.””কানারি দ্বীপপুঞ্জ””_
আফ্রিকার উত্তর-পূর্ব উপকূল থেকে কিছু দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কতগুলি দ্বীপের সমষ্টি। এগুলি স্পেনের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
4.””কুরিল দ্বীপপুঞ্জ””_
রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ৫৬টি ছোট-
বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ। এটি ওখট্স্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে।
বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি ? সাহারা ।
সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ? আফ্রিকা ।
থর মরুভূমি কোথায় অবস্থিত ? ভারত ও পাকিস্তান ।
কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত ? দক্ষিন আফ্রিকা ।
গোবি কোন মহাদেশের মরুভূমি ? এশিয়া ।মঙ্গোলিয়া ও উত্তর চীন
তাকলানাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ? চীন ।
অন্ধকূপ হত্যা(১৭৫৬) & জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৯১৯
_________________________________________________________
অন্ধকূপ হত্যা(১৭৫৬) হল একটি মিথ্যা অভিযোগ । হলওয়ে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে বৃটিশদের ফোর্ট উইলিয়াম দূর্গে ১২৩ জন ইংরেজকে আটকে রেখে নির্মমভাবে হত্যার মিথ্যা অভিযোগকাহিনী প্রচার করে। এটাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে । পলাশীর যুদ্ধের কারণ এটি ।
__________________________________________________________
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে- ১৯১৯
___________________________________
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (অমৃতসর হত্যাকাণ্ড) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। ১৯১৯ সালের এপ্রিল ১৩ ইং তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল । এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন।
আন্তর্জাতিক কেলেংকারি কেলেংকারি জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তি
ওয়াটার গেট কেলেংকারি তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন
বোফোর্স কেলেংকারি ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী
ইরান কন্ট্রা কেলেংকারি তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান
হাওয়ালা কেলেংকারি ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী নরসিমা রাও
মেমোগেট কেলেংকারি – পাকিস্তানের
ব্ল্যাক ওয়াটার কেলেঙ্কারি কী?
উঃ মার্কিন বেসরকারি নিরাপত্তা কোম্পানি ব্ল্যাক ওয়াটারের সদস্যরা ১৬ সেপ্টেম্বর বাগদাদে বিনা উস্কানিতে ১৭ জন নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা করে যেটি ব্ল্যাক ওয়াটার কেলেঙ্কারি নামে পরিচিত।
ব্যতিক্রম কিছু উপাধি:
১.এশিয়ার গ্লোবাল হিরো-.ড.মুহাম্মদ ইউনুস
২.দক্ষিণ এশিয়ার ম্যান্ডেলা– অং সান সূচী
৩. ইউরোপের লৌহমানবী– মার্গারেট থ্যাচার( বৃটেন)
৪. আফ্রিকার লৌহমানবী– এ্যালেন জনসন সারলিফ( লাইবেরিয়া)
৫.ফ্রান্সের লৌহমানবী– মিশেল আলিওমারি
৬.জার্মানির লৌহমানবী– এঞ্জেলা মার্কেল
৭.ডটার অব দি ইস্ট- বেনজির ভুট্টু
৮.উপমহাদেশের লৌহমানবী– ইন্দিরা গান্ধী
৯. জার্মান আয়রন চ্যান্সেলর– বিসমার্ক
১০.লিটল কর্পোরেল— নেপোলিয়ন বোনার্পোট
বিভিন্ন বিপ্লব ও সময়কাল:
¤শিল্প বিপ্লব সংগঠিত হয় – ইংল্যাণ্ডে ( ১৭৬০-১৮৬০)
¤ রুশ বিপ্লব সংগঠিত হয় রাশিয়া (১৯১৭)
¤ শ্বেত বিপ্লব সংগঠিত হয় – ইরানে (১৯৬৩)
¤ ভেলভেট বিপ্লব সংগঠিতহয় – চেকোস্লাভাকিয়া(১৯৮৯)
¤ গোলাপি বিপ্লব সংগঠিতহয় – জর্জিয়া (২০০৩)
¤ কমলা বিপ্লব সংগঠিত হয় – ইউক্রেন (২০০৪)
¤ টিউলিপ বিপ্লব সংগঠিতহয় – কিরগিজস্তান (২০০৫)
¤ সিডার বিপ্লব সংগঠিত হয় -লেবানন (২০০৫)
¤ নীল বিপ্লব সংগঠিত হয় – কুয়েত (২০০৫)
¤ পারপেল বিপ্লব সংগঠিতহয় – ইরাক (২০০৫)
¤ জুঁই (জেসমিন ) বিপ্লব কোথায় সংগঠিত হয় – তিউনিসিয়ায় (২০১১)
পৃথিবীর সর্বোচ্চ , উচ্চতম , নিম্নতম – এই টপিকস থেকে প্রশ্ন আসতে পারে।
আরো পড়ুন: