চিনির দাম ও ভ্রাম্যমাণ আদালত

.Sugar prices and the mobile court

সরকারি কর্তৃপক্ষতৎপর হলে অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লোভের রাশ যে টানা সম্ভব, তার একটা দৃষ্টান্ত দেখা গেল চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে।

If the government authorities take active initiative, the uncontrolled propensity by traders to make wide profits can be reined in. This was evident in the wholesale market at Khatunganj, Chittagong, recently.

ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালানোর এক দিন পরেই চিনির পাইকারি মূল্য কেজিপ্রতি আট টাকা কমে গেছে। তার ফলে খুচরা বাজারেও দাম কমেছে কেজিপ্রতি তিন টাকা।

A day after the mobile court launched a drive there, the price of sugar fell by Tk 8 per kg. As a result, sugar prices fell by Tk 3 per kg in the retail market.
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানের বড় কারসাজি ধরা পড়েছে। মীর আহমেদ সওদাগর ট্রেডার্স নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠান প্রতি কেজি চিনি ৪৬ টাকা দরে কিনে বিক্রি করছিল ৫৮ টাকা দরে। এক কেজিতে ১২ টাকা মুনাফা করা যে অন্যায্য কাজ, তা বলাই বাহুল্য।

The drive carried out by the mobile court of the Chittagong district administration, uncovered a serious scam by a certain company, Mir Ahmed Sowdagar Traders.

It was purchasing sugar at Tk 46 per kg and selling it for Tk 58 per kg. Making Tk 12 profit per kg is certainly unethical, by any standards.

কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগ পর্যন্ত তারা সেটাই করে আসছিল।
But that is exactly what they were doing until the mobile court came along.

এ রকম আরও কত পণ্য অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে অযৌক্তিক অঙ্কের উচ্চমূল্যে কিনতে ক্রেতাসাধারণ বাধ্য হচ্ছে, তা খতিয়ে দেখার বিষয়।
It must be seen how many items are being sold at exorbitant prices to the consumers due to the unethical profiteering traders.
প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসন চিনির পাইকারি মূল্য কেজিপ্রতি ৫০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সেটা কার্যকর করেছেন।
The company was fined Tk 20 lakh and the mobile court fixed the price of sugar at Tk 50 per kg, and the traders adhered to this price at Khatunganj.

তবে এই নির্দেশনা তাঁরা কত দিন মেনে চলবেন সেটাই প্রশ্ন।
But the question is, how long will they comply?
অবশ্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেছেন, যাঁরা কারসাজি করে পণ্যমূল্য বাড়াবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাঁদের পরিণতি হবে মীর গ্রুপের মতো।
Commerce minister Tofail Ahmed has warned these unethical profit-mongering traders that stern action will be taken against those who manipulate market prices.
They will face the same fate as the Mir group.

রজমান মাসে দৃষ্টান্তসহ এ রকম হুঁশিয়ারির প্রয়োজন ছিল।
Such exemplary measures and warnings were needed during the month of Ramadan.

খোদ বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে সেটা আসায় অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কাছে একটা কড়া বার্তা পৌঁছাবে বলে আশা করা যায়।

We hope that the traders will take the strong warning from the minister into cognizance.
তবে শুধু হুঁশিয়ারি উচ্চারণ দেশের সর্বত্র একইভাবে ফলপ্রসূ না-ও হতে পারে।

But warnings alone may not be enough.

কারসাজি করে পণ্যের মূল্য বাড়ানোর ঝোঁক যাঁদের মধ্যে তীব্র, তাঁরা সব সময়ই সুযোগ খোঁজেন।
Those with the tendency to hike prices unreasonably, will always seek the chance to do so.

প্রশাসনের তরফে সামান্য শৈথিল্য টের পেলেই তাঁরা কারসাজি শুরু করেন।
They will jump at the chance if they see any laxity on the part of the authorities.
তাই প্রয়োজন বাজারের ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রাখা।
So the market must be monitored regularly.

ভ্রাম্যমাণ আদালতের অভিযানও ঘন ঘন চালানো দরকার।
The mobile court must carry out frequent drives

==
প্রথম আলোর ইংরেজী ভার্সন অবলম্বনে।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline