📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট – 1

১। পদ্মা সেতুর সুফলের আওতা বাড়াতে এর ওপর দিয়ে স্থাপন করা হচ্ছে রেললাইন।
Rail line is being set up over the Padma bridge to get extra benefit from it .
২। এর অংশ হিসেবে রাজধানী ঢাকা থেকে পদ্মা বহুমুখী সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে ।
Under this project, 169 km rail line will set up from Dhaka to Jessor via Padma bridge .
৩।নিঃসন্দেহে এটি সরকারের প্রশংসনীয় উদ্যোগ।
Undoubtedly, It is a praiseworthy initiative of the incumbent Govt.
৪। পদ্মা সেতু হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ প্রকল্প নেয়া হয়েছে।
This project has taken to connect the south-west part of the country with the capital via Padma bridge for better communication .

৫। এর মাধ্যমে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইলসহ নতুন পাঁচ জেলা রেলওয়ের সেবার আওতায় আনা হবে।
So, we can say that new 5 districts including Munshigonge, Shariot pur, Madari pur, and Narail will bring under rail service with this project.

৬।পদ্মা সেতুর সঙ্গে অধিক সংখ্যক এলাকা সংযুক্তির মাধ্যমে অর্থনীতি আরও বেগবান করা সম্ভব।
The economy of the country may be boosted through connecting more districts with Padma bridge .

অধিকন্তু বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।
Moreover, It is Imperative to make sustainable/effective plan and implement it.

৭।অবস্থাদৃষ্টে প্রতীয়মান, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব।
Now It seems that Padma bridge is not a dream , it’s going to be true.
৮।এখন সেতু ব্যবহারে সর্বোচ্চ অগ্রাধিকারগুলো চিহ্নিত করা জরুরি।
It is time to take initiative to find out the fast-tract opportunities of using this bridge .
৯। এক্ষেত্রে সেতুর আশপাশের জেলাগুলোকে ঘিরেই কর্মতৎপরতা শুরু করা আবশ্যক।
In this regard, It is important to start the development activities in the nearest districts of the bridge.

১০। এভাবে স্থানীয় উন্নয়ন নিঃসন্দেহে জাতীয় উন্নয়নকে পুষ্ট করবে
Undoubtedly, Such local development will accelerate the nation development .

   
   

0 responses on "প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved