৩৬ তম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও সমাধান

৩৬ তম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও সমাধান
36Th BCS প্রশ্ন সমাধান
বাংলাদেশ বিষয়াবলী ।পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন।
১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি
– ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ
– ১
eshikhon.com
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কবে হয়
– ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি
– ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড
– ১৪ ডি:
eshikhon.com
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর
– অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম
– পুন্ড্র
৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ?
– শায়েস্তা
৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল
– ১৭৭০
১০। ৬ দফা
– ১৯৬৬
১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল?
– পূব পাকিস্তানের অসহযো্গ
১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির এটি কোন গ্রন্থে
আইন-ই -আকরবী
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম
– পাঙন
১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ?
ইসলাম খান
১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ?
– ১৯টি।
eshikhon.com
১৬। শুভলং ঝরণা কোথায়
– রাঙামাটি
১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ
-পূর্ব জার্মানি
১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায়
– ৬২%
১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ?
-অগ্রহায়ন -পৌষ
২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন
– ওয়ারলেসের
২১। অগ্নিশ্বর কি
– কলা
২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ
-৩১জানুয়ারী ১৯৫২।
২৩। বাংলাদেশের উষ্ণতম
– লালপুর , নাটোর
eshikhon.com
২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ?
-১৭ জানুয়ারী ১৯৭২।
২৫। এমডিজির অন্যতম লক্ষ্য
– ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ?
-এই প্রশ্নের উত্তর পিএসসি জানে । তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৭। একনেকে এর চেয়ারম্যান কে ?
—প্রধানমন্ত্রী
২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
-৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে
eshikhon.com
২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল
– ১১১টি
৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ?
– ৪।

——-
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

——-
কার্টেসি ব্যতীত অন্য কোন গ্রুপ কিংবা কোন পেইজে পোস্ট করে নিজের নামে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
অন্যের হক নষ্ট করলে আল্লাহ কখনো ক্ষমা করেন না ।আল্লাহ কে ভয় কর


ফেসবুকের নিয়মানুযায়ী পরবর্তী পোস্ট পেতে <a href=”https://www.facebook.com/bhinnotips” লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন</a> । ধন্যবাদ।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline