ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ খ্রিস্টাব্দের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২রা নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১২ই ডিসেম্বরে স্ব স্ব শিক্ষালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে।
প্রদর্শিত তালিকা হতে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচনসহ যাবতীয় কার্যক্রম ১৪ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে ফির টাকা জমা দিতে হবে। তবে পরীক্ষার্থী প্রতি একশ টাকা হারে বিলম্ব ফিসহ সোনালী সেবার মাধ্যমে ফির অর্থ জমা দেয়া যাবে ২৬শে ডিসেম্বর পর্যন্ত।
প্রতি বিষয়ের জন্য একজন নিয়মিত পরীক্ষার্থীকে ৯৫ টাকা হারে ফি দিতে হবে। আর প্রতি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ফি ২৫টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক কর
আরো পড়ুন:
0 responses on "২০১৮ খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ"