বহু নির্বাচনী প্রশ্ন-
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :-
নৌসেনা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নিশ্চিত মৃত্যুর কথা জেনেও প্রাণপণ যুদ্ধ করে তাঁর যুদ্ধজাহাজ পলাশকে রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানিদের গোলার আঘাতে জাহাজে আগুন ধরলে তিনি নদীতে ঝাঁপ দেন।
এ সময় তীরের ঘৃণ্য রাজাকাররা তাঁকে নির্মমভাবে হত্যা করে।
১। উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুটে ওঠা দিক হচ্ছে—
(ক) সাহসিকতা (খ) সংগ্রামী মনোভাব
(গ) আপসহীনতা (ঘ) দৃঢ়তা
২। উক্ত ভাব সত্যটি প্রমাণ করে—
i) রাজাকারদের নির্মমতা ও নিষ্ঠুরতা
ii) মুক্তিযোদ্ধাদের গৌরবময় অবদান
iii) দেশ মাতৃকার কাছে প্রাণ তুচ্ছ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩। অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনীর কাছে পরিচয় গোপন করতে না পেরে কী করেন?
(ক) নিজেই নিজের পূর্ণ পরিচয় ও কর্মের বিবরণ প্রদান করেন
(খ) নদী পার না হয়ে পিছু চলে যান
(গ) অলৌকিকভাবে নদী পার হন
(ঘ) অজ্ঞাত মানুষ হিসেবে পরিচয় প্রদান করেন
৪। ‘মন্দ নেহাত হয় না কিন্তু তায়’—অন্ধ বধূ এ কথা কেন বলে?
(ক) মানসিক কষ্টে (খ) স্নেহ বঞ্চিত হওয়ায়
(গ) অনাদৃত বলে (ঘ) একাকীত্বের কারণে
৫। ‘জীবন সঙ্গীত’ কবিতায় দুঃখের কারণ হিসেবে কোনটিকে বোঝানো হয়েছে?
(ক) সুখের আশা করা (খ) বৃথা জন্ম ভাবা
(গ) সংসার সমরাঙ্গনে যুদ্ধ করা (ঘ) ভবিষ্যতের ওপর নির্ভর করা
৬। ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো-
(ক) তাহেরা (খ) বহিপীর
(গ) হাশেম আলি (ঘ) হকিবুল্লাহ
৭। অন্ধ বধূ আশঙ্কা প্রকাশ করে—
(ক) পা পিছলে পড়ার (খ) পানিতে ডুবে মরার
(গ) অন্ধত্বের কষ্ট বেড়ে যাওয়ার (ঘ) ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার
৮। ‘আমরা ধাই তার আশেই’—এখানে ‘তার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) সৌন্দর্য প্রেমিক (খ) বুলবুলি
(গ) তৃষ্ণার্ত (ঘ) ফটিক জল
উদ্দীপকটি পড়ে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী মামুন। ডান হাত অ্যাকসিডেন্টে কনুই পর্যন্ত কাটা পড়েছে। তবুও নিজেকে আলোকিত করার উৎসাহ একটুও কমেনি। সুযোগ পেলে সে আরো পড়ালেখা করতে চায়।
৯। উদ্দীপকের মামুন ও ‘অন্ধবধূ’ কবিতার বধূটি যেদিক থেকে আলাদা—
i) নৈরাশ্যবাদিতা
ii) প্রকৃতি সচেতনতা
iii) অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অজস্র মৃত্যুর লঙ্ঘি হে নবীন, চলো অনায়াসে,
মৃত্যুঞ্জয়ী জীবন উল্লাসে—
১০। চরণদ্বয়ের ভাবের সঙ্গে নিচের কোন চরণের ভাবগত মিল রয়েছে?
(ক) কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ
(খ) সংসারে সংসারী সাজ, কর নিত্য নিজ কাজ
(গ) কর যত্ন হয়ে জয়, জীবাত্মা অনিত্য নয়
(ঘ) করো না মানব গণ, বৃথা ক্ষয় এ জীবন
১১। ‘এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা’। পঙিক্তদ্বয়ে প্রকাশ পেয়েছে—
i) মুক্তির আকাঙ্ক্ষা
ii) দৃঢ় প্রত্যয়
iii) প্রতিবাদী মনোভাব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১২। অন্ধ বধূর দরদ ভরা দুঃখের আলাপনের সঙ্গী কে?
(ক) ঠাকুর ঝি (খ) চোখ গেল পাখি
(গ) শীতল জল (ঘ) বকুল ফুল
১৩। চলার পথে ঝরনা কার বোল সাধে?
(ক) টিয়ার (খ) চকোরের
(গ) শালিকের (ঘ) বুলবুলির
১৪। ‘তাঁর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিকই’—এ চরণের প্রতিপাদ্য—
i) স্বাধীনতার জন্য বৃদ্ধের প্রত্যাশা
ii) মৃত্যুর মুখোমুখি হয়ে বৃদ্ধের হতাশা
iii) শেষ বয়সে বেঁচে থাকার আকুল আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) ii ও iii
১৫। ‘তুলসীপাতার রস দিয়ে যেমন কাশির ওষুধ তৈরি হয়, তেমনি এর পাতার চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ’ উদ্দীপকের ‘তুলসী পাতার’ সঙ্গে ‘নিমগাছ’ গল্পের নিমগাছের যেদিক থেকে সাদৃশ্য রয়েছে, তা হলো—
(ক) কল্যাণের (খ) সৌন্দর্যের
(গ) অবহেলার (ঘ) আকৃতির
১৬। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক ‘এক দশা’ ‘নিমগাছ’ গল্পে ‘এক দশা’ শব্দটি নিমগাছ ও লক্ষ্মী বউটিকে সমর্থন করে—
(ক) জীবনধারায় (খ) উপকারী মনোভাবে
(গ) প্রশংসা প্রাপ্তিতে (ঘ) নিরহংকারী চেতনায়
১৭। ‘নিমগাছ’ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন—
(ক) নিমের ঔষধি গুণের কথা (খ) পরিবেশে বান্ধবতা
(গ) নিমগাছের প্রতি দায়িত্বহীনতা (ঘ) সমাজে গৃহিণীর বাস্তবতা
১৮। কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় কোনটি?
(ক) সাধারণ মানুষ (খ) অভিজাত সম্প্রদায়
(গ) শ্রেণি বৈষম্য (ঘ) ছোটলোক সম্প্রদায়
১৯। তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাওয়ার কারণ কী?
(ক) নিজেদের অজ্ঞতা (খ) ভদ্র সমাজের অত্যাচার
(গ) সামাজিক বিশৃঙ্খলা (ঘ) অর্থনৈতিক বৈষম্য
২০। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের ‘মহাজাগরণের দিন’ বলতে বোঝানো হয়েছে—
i) জাতি গঠনে নতুন চেতনায় উদ্বুদ্ধ হওয়া
ii) স্বাধীনতা আকঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়া
iii) বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। ’ এই উক্তিতে হজরত মুহাম্মদ (সা.)-এর কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা (খ) শত্রুদের বিনাশ করা
(গ) আল্লাহর বাণী প্রচার করা (ঘ) মানুষকে ক্ষমা করা
২২। ‘দেনা-পাওনা’ গল্পের পিসি মা কে?
(ক) নিরুপমার শাশুড়ি (খ) নিরুপমা
(গ) রামসুন্দরের স্ত্রী (ঘ) নিরুপমার বৌদি
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন!
কাণ্ডারী বল, ডুবিছে মানুষ-সন্তান মোর মার। ’
২৩। চরণ দুটিতে কোন এটি ফুটে উঠেছে?
(ক) সাম্প্রদায়িক চেতনা (খ) অসাম্প্রদায়িকতা
(গ) ধর্মীয় চেতনা (ঘ) অন্তর বেদনা
২৪। এই চেতনা লালন করলে আমরা পাব—
i) শৃঙ্খল মুক্তি
ii) সামাজিক সম্প্রীতি
iii) মানব মুক্তি ও সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫। ‘নিরীহ বাঙালি’ রচনায় লেখিকা বাঙালির—
(ক) সমালোচনা করেছেন (খ) দুর্বলতা খুঁজেছেন
(গ) ঐতিহ্য সন্ধান করেছেন (ঘ) সংস্কৃতির বর্ণনা দিয়েছেন
২৬। মমতাদির কোন দিকটি দেখে বাড়ির সবাই খুশি হলেন?
(ক) মার্জিত আচরণ (খ) কাজের শৃঙ্খলা
(গ) খোকার যত্ন নেওয়া (ঘ) স্বল্পভাষী হওয়া
উদ্দীপকটি পড়ে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পলাশতলা ইউনিয়নের মেম্বার হিসেবে দবির মিয়ার বেশ সুনাম রয়েছে। তাঁর কাছে অর্থবিত্ত না থাকলেও নৈতিকতাই ছিল সবচেয়ে বড় সম্বল।
২৭। উদ্দীপকের সঙ্গে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) তাহেরার (খ) বহিপীরের
(গ) হাশেম আলীর (ঘ) হাতেম আলীর
২৮। যে কারণে উক্ত চরিত্রটি একটি উজ্জ্বল চরিত্র—
i) মানবিক মূল্যবোধসম্পন্ন
ii) আত্মনিমগ্নবোধে জাগ্রত
iii) উচ্চ মানবিক চেতনাসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
২৯। ‘নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়’— তাহেরার এ উক্তিতে কী ফুটে উঠেছে?
(ক) উদাসীনতা (খ) অসহায়ত্ব
(গ) তুচ্ছতাবোধ (ঘ) নির্মোহ ভাব
৩০। ‘নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?’ এ কথার মধ্যে প্রকাশ পেয়েছে বুধার—
(ক) খেয়ালিপনা (খ) কৌশল
(গ) অজ্ঞতা (ঘ) বিচক্ষণতা
উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ।
আরো পড়ুন:
3 responses on "২০১৮ এস এস সি প্রস্তুতি বাংলা ১ম পত্র"