
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে।
ভর্তি কমিটির সদস্যসচিব সিইপিসি বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুল আলম জানান, ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট অ বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এবার প্রতি আসনের বিপরীতে ৩২ জন প্রতিযোগিতা করবেন জানিয়ে তিনি বলেন, এ বছর দুটি ইউনিটে ১৫৯৩ আসনের বিপরীতে ৫২ হাজার ২৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ১৯ হাজার ৯৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখানে প্রতি আসনের জন্য ৩২ জন প্রতিযোগিতা করবেন। আর ‘বি’ ইউনিটে ৯৮০ আসনের বিপরীতে ৩২ হাজার ২৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখানে প্রতি আসনের জন্য ৩৩ জন প্রতিযোগিতা করবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ১৭টি কেন্দ্রে ‘এ’ ইউনি আর ৩৫টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission থেকে আসন বিন্যাস জানা যাবে। তাছাড়া মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনে এসএমএস(SMS) করেও আসন বিন্যাস জানা যাবে।
যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEATPLAN<space>Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস(SMS) করতে হবে বলে তিনি জানান।
ভর্তিপরীক্ষা সামনে রেখে ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান মুহিবুল আলম।<
আরো পড়ুন: