📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা কারেন্ট আফেয়ার্স – ৩

কারেন্ট আফেয়ার্স : সাধারণ জ্ঞান – চলামন ঘটনা

  • প্রশ্ন:  Global Tiger Day কবে উদযাপিত হয়?
    উত্তর:  29 July 
     

    নিদের্শনা: International Tiger Day, also known as Global Tiger Day, is an annual celebration to raise awareness for tiger conservation, held annually on 29 July. It was created in 2010 at the Saint Petersburg Tiger Summit.

  • প্রশ্ন:  Global Peace Index (GPI) ২০১৪  তে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর:  ৯৮ 
     

    নিদের্শনা: GPI রিপোর্টটি প্রকাশ করেছে লন্ডনস্থ Institute for Economics and Peace.Global Peace Index (GPI) ২০১৪  তে বাংলাদেশের অবস্থান ৯৮।

  • প্রশ্ন:  Global Peace Index (GPI) ২০১৪ অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
    উত্তর:  nbsp;Iceland 
     

    নিদের্শনা: GPI রিপোর্টটি প্রকাশ করেছে লন্ডনস্থ Institute for Economics and Peace.Global Peace Index (GPI) ২০১৪ অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড

  • প্রশ্ন:  Global Peace Index (GPI) ২০১৪ অনুযায়ী সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ কোনটি?
    উত্তর:  সিরিয়া 
     

    নিদের্শনা: GPI রিপোর্টটি প্রকাশ করেছে লন্ডনস্থ Institute for Economics and Peace.Global Peace Index (GPI) ২০১৪ অনুযায়ী সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ সিরিয়া।

  • প্রশ্ন:  বর্তমানে(২০১৪) বিশ্বে বাঘের সংখ্যা কত?
    উত্তর:  ৩২০০ 
     

    নিদের্শনা: WWF (World Wide Fund) এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে(২০১৪) বিশ্বে বাঘের সংখ্যা ৩২০০।

  • প্রশ্ন:  মুসলিম ব্রাদারহুড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
    উত্তর:  ১৯২৮ 
     

    নিদের্শনা: মুসলিম ব্রাদারহুড মুসলিম বিশ্বে সবচে প্রভাবিত ও বৃহৎ ইসলামপন্থী আন্দোলন। ১৯২৮ সালে মিশরে হাসানুল বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যার সদস্য সংখ্যা ছিল ২০ লাখ। শিক্ষা এবং চ্যারিটির কাজেই এরা বেশী মনোযোগ দেয়।

  • প্রশ্ন:  মুসলিম ব্রাদারহুড কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল?
    উত্তর:  মিশর 
     

    নিদের্শনা: মুসলিম ব্রাদারহুড মুসলিম বিশ্বে সবচে প্রভাবিত ও বৃহৎ ইসলামপন্থী আন্দোলন। ১৯২৮ সালে মিশরে হাসানুল বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যার সদস্য সংখ্যা ছিল ২০ লাখ। শিক্ষা এবং চ্যারিটির কাজেই এরা বেশী মনোযোগ দেয়।

  • প্রশ্ন:  কত তারিখে প্রথমবারের মত তুরস্কে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল।
    উত্তর:  ২০১৪ সালের ১০ই আগস্ট 
     

    নিদের্শনা: ২০১৪ সালের ১০ই আগস্ট প্রথমবারের মত তুরস্কে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়

  • প্রশ্ন:  সম্প্রতি প্রথমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল কোথায়?
    উত্তর:  তুরস্ক 
     

    নিদের্শনা: ২০১৪ সালের ১০ই আগস্ট প্রথমবারের মত তুরস্কে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • প্রশ্ন:  ইবোলা কি?
    উত্তর:  ভাইরাস 
     

    নিদের্শনা: ইবোলা ভাইরাল ফিভার/Ebola virus disease(EVD) বা ইবোলা হেমোরেজিক ফিভার/Ebola hemorrhagic fever(EHF) ইবোলা ভাইরাস দ্বারা মানুষের শরীরে সংক্রমিত একটি রোগ। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, জায়ার, কঙ্গো, সোমালিয়া, নামিবিয়া, রুয়ান্ডা, ইথিওপিয়ায় ইতিমধ্যে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

   
   

1 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা কারেন্ট আফেয়ার্স - ৩"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved