সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১০
- প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ কোন দেশের জাতীয় পাখির নামে নামকরণ করা হয়েছে?
উত্তর: ওমাননিদের্শনা: The name Hudhud, suggested by Oman, refers to the bird Hoopoe. The bird is known as the “hudhud” in the Quran, and appear in the story of Sulayman (Solomon)
- প্রশ্ন: ২০১৪ সালে নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা কোন বিভাগে নোবেল পেয়েছেন?
উত্তর: চিকিৎসানিদের্শনা: ২০১৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা। মস্তিষ্কের ভেতরকার ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবনের জন্য তাঁদের বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে ভূষিত করা হয়।
- প্রশ্ন: ২০১৫ সালে চিকিৎসায় কে নোবেল পুরস্কার জিতেছেন?
উত্তর: উইলিয়াম সি ক্যাম্পবেল, সাতোশি ওমুরা ও ইউইউ তুনিদের্শনা: ২০১৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছেন–উইলিয়াম সি ক্যাম্পবেল (আয়ারল্যান্ডের), সাতোশি ওমুরা (জাপান) ও ইউইউ তু (চীন)
- প্রশ্ন: ২০১৫ সালে রসায়নে কে নোবেল পুরস্কার জিতেছেন?
উত্তর: টোমাস লিন্ডাল, পল পল মডরি ও আজিজ সানজারনিদের্শনা: ২০১৫ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন–টোমাস লিন্ডাল (সুইডেন), পল পল মডরি (যুক্তরাষ্ট্র) ও আজিজ সানজার (তুরস্ক).
- প্রশ্ন: ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার জিতেছেন?
উত্তর: জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরানিদের্শনা: পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স নীল লাইট ইমিটিং ডায়োড (এলইডি) আবিষ্কারের জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই জাপানি ও এক জাপানি বংশোদ্ভূত মার্কিন গবেষক।
রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরার নাম ঘোষণা করে। এ তিন নোবেল বিজয়ী প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পাবেন।
- প্রশ্ন: ২০১৫ সালে পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার জিতেছেন?
উত্তর: তাকাকি কাজিটা ও আর্থার বি. ম্যাকডোনাল্ডনিদের্শনা: ২০১৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন–তাকাকি কাজিটা (জাপান) ও আর্থার বি. ম্যাকডোনাল্ড (কানাডা)
- প্রশ্ন: ভারতের সাথে বঙ্গোপসাগরের সীমানা নির্ধারণে আন্তর্জাতিক সালিশি রায় প্রদান করে-
উত্তর: ৭ জুলাই,২০১৪নিদের্শনা: ভারতের সাথে বঙ্গোপসাগরের সীমানা নির্ধারণে আন্তর্জাতিক সালিশি রায় প্রদান করে-৭ জুলাই,২০১৪
- প্রশ্ন: ২০১৬ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন –
উত্তর: ৭১তমনিদের্শনা: ২০১৬ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন UN General Assembly- ৭১তম।
শুরুঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৬-২৬ সেপ্টেম্বর, ২০১৬ স্থানঃ নিউ ইয়র্ক, UN Headquarters, USA.
২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছে ৭০তম অধিবেশন।
- প্রশ্ন: সম্প্রতি ইনচেন এ কত তম Asian Games অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ১৭ তমনিদের্শনা: ২০১৪ সালে ইনচেন এ ১৭ তম Asian Games অনুষ্ঠিত হয়েছে
- প্রশ্ন: ১৮ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে –
উত্তর: কাঠমুন্ডুনিদের্শনা: ১৮ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় নেপালের কাঠমুন্ডুতে
আরো পড়ুন ঃ
সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ১১
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ১০"