সরকারি চাকরি নিয়োগ সাধারণ জ্ঞান (বাংলাদেশের বিবিধ)
- বাংলাদেশে জাতীয় প্রতীক কি –
- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাটগাছের পরপর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা । বাংলাদেশে জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান ।
- বাংলাদেশে জাতীয় পাখি দোয়েল পাখি ।
- বাংলাদেশে জাতীয় ফুল শাপলা ।
- বাংলাদেশে জাতীয় ফল কাঠাল ।
- বাংলাদেশে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার ।
- বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ ।
- বাংলাদেশে জাতীয় জাতীয় বন সুন্দরবন ।
- বাংলাদেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ ।
- বাংলাদেশে জাতীয় গ্রন্থগার – জাতীয় গ্রন্থগার,গুলিস্তান,ঢাকা ।
- বাংলাদেশে জাতীয় যাদুঘরের নাম ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ) ।
- বাংলাদেশে জাতীয় উদ্যানের নাম সোহরাওয়ার্দী উদ্যান ।
- বাংলাদেশে জাতীয় বিমানবন্দরের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ।
- বাংলাদেশে জাতীয় খেলার নাম কাবাডি ।
- বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে দেশে নিয়ে আসা হয় ১৯৭৪ সালে ।
- বাংলাদেশে জাতীয় শিশুপার্ক – ঢাকা শিশু পার্ক (শাহবাগ ) ।
- বাংলাদেশে জাতীয় উৎসব বাংলা নববর্ষ বরণ উৎসব ।
- বাংলাদেশে জাতীয় দিবস ২৬ মার্চ ।
- ২৬ মার্চ কে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষনা করা হয় ১৯৮০ সালে ।
- বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষনা করা হয় ১৯৮২ সালে ।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম -লালবৃত্তের মধ্যে হলুদ মানচিত্র এবং উপরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার ও উভয় পাশে ২টি করে মোট ৪টি তারা রয়েছে ।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ,এন,এ সাহা ।
বিচার বিভাগ:
- বাংলাদেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট
- সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি (আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ)
- প্রধান বিচারপতিকে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
- বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা- ৬৭ বছর (আগে ছিলো ৬৫ বছর)
- প্রথম প্রধান বিচারপতি- এ এস এম সায়েম
- বর্তমান প্রধান বিচারপতি- মোঃ মুজাম্মেল হোসেইন
- বর্তমান অ্যাটর্নি জেনারেল- অ্যাডভোকেট মাহবুবে আলম
- প্রথম আদিবাসী/মণিপুরী বিচারক- সুরেন্দ্র কুমার সিনহা
- প্রথম মহিলা বিচারপতি- নাজমুন আরা সুলতানা
- প্রথম মহিলা হিন্দু বিচারপতি- কৃষ্ণা দেবনাথ
- জেলা আদালতের প্রধান বিচারপতি- জেলা জজ
- জেলা জজ যখন ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন তাকে বলে- দায়রা জজ
- দেশের সর্বনিম্ন আদালত- পল্লী আদালত
- বিচার বিভাগ পৃথকীকরণ হয়- ১ নভেম্বর ২০০৭
- ৩ পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত চালু হয়- ২০০৮ সালে
- পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি হয়- ১৯৮৫ সালে
- সাংবিধানিক প্রতিষ্ঠান- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও বাংলাদেশ নির্বাচন কমিশন (সংবিধানে নতুন অনুচ্ছেদ/ধারা সংযোজনের মাধ্যমে সৃষ্ট)
দূর্নীতি দমন কমিশনঃ
- দুর্নীতি দমন কমিশন গঠিত হয়- ২১ নভেম্বর ২০০৪
- স্বাধীন দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়াম্যান- গোলাম রহমান
- দুর্নীতি দমন কমিশন- প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে
সশস্ত্র বাহিনীঃ
- সশস্ত্র বাহিনীর সদর দপ্তর- ঢাকা (কুর্মিটোলা)
- সামরিক সদর দপ্তর- কুর্মিটোলা
- সেনাবাহিনীর সদর দপ্তর- ঢাকা
- নৌবাহিনীর সদর দপ্তর- ঢাকা
- বিমানবাহিনীর সদর দপ্তর- ঢাকা
- বিমান বাহিনীর ট্রেনিং সেন্টার- যশোর
- প্রথম প্রধান সেনাপ্রধান- জেনারেল এম এ জি ওসমানী
- বর্তমান-
- সেনাবাহিনীর প্রধান- জেনারেল আব্দুল মুবিন চৌধুরী
- নৌবাহিনী প্রধান- ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ/জেড ইউ আহমেদ
- বিমানবাহিনীর প্রধান- এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান
বাংলাদেশ পুলিশঃ
- পুলিশ শব্দটি এসেছে- পর্তুগিজ ভাষা থেকে
- উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়- লর্ড ক্যানিংয়ের আমলে (১৮৬১ সালে)
- পুলিশের বর্তমান আইজিপি- হাসান মাহমুদ খন্দকার
- বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সদস্য হয়- ১৯৭৬ সালে
- বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি- রাজশাহীর সারদায়
বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি):
- বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম- বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি)
- বিজিবির পূর্বনাম- বাংলাদেশ রাইফেলস (বিডিআর)
- বাংলাদেশ রাইফেলসের পূর্বনাম- রামগড় লোকাল ব্যাটালিয়ন
- বিজিবির মহাপরিচালক- মেজর জেনারেল আনোয়ার হোসেন
- বিজিবির সদর দপ্তর- পিলখানা
- পিলখানা বিদ্রোহ সংঘটিত হয়- ২৫ ফেব্রুয়ারি ২০০৯
- বিদ্রোহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ করে- ২৬ ফেব্রুয়ারি ২০০৯
- অপারেশন রেবেল হান্ট- বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার জন্য অভিযান
বাংলাদেশ কোস্ট গার্ড:
- বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর- ঢাকার আগারগাঁও
- বাংলাদেশের উপকূলীয় সীমান্তের দৈর্ঘ্য- ৭১১ কিমি
- কোস্ট গার্ডের মহাপরিচালক- রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেইন
- কোস্ট গার্ডের জাহাজের নাম- রূপসী বাংলা (চোরাচালান দমনে নিয়োজিত)
- অন্য জাহাজের নাম- শ্বেত গাং, পোর্ট গ্যান্ড
র্যাব:
- র্যাব (RAB)- Rapid Action Battalion
- র্যাব প্রতিষ্ঠিত হয়- ২৬ মার্চ, ২০০৪
- মহিলা র্যাব সদস্যরা কার্যক্রম শুরু করেন- ১০ অক্টোবর ২০০৫
- র্যাব-র পূর্বনাম- RAT (Rapid Action Team)
- র্যাট প্রতিষ্ঠিত হয়- ২৫ জানুয়ারি ২০০৩
- র্যাবের সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা
- র্যাবের বর্তমান মহাপরিচালক- মোখলেছুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য:
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় => ১৯২১ সালের ১ জুলাই
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
- জন্য গঠিত কমিশনের নাম => নাথান কমিশন
- নাথান কমিশন গঠিত হয় => ১৯১২ সালে
- নাথান কমিশনের সদস্য ছিল=> ১৪ জন
- ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত=> ৬০০ একর (প্রতিষ্ঠাকালীন )
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন=> নবাব সলিমুল্লাহ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে কতটি বিভাগ ছিল=> ১২টি (সংস্কৃতি ও বাংলা,ইংরেজী, শিক্ষা, ইতিহাস, আরবি ওইসলাম স্ট্যাডিজ, ফার্সি ও উর্দু,দর্শন, অর্থনীতিও রাজনীতি,পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতএবং আইন)
- প্রতিষ্ঠাকালীনঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল?=> ৩টি (কলা, বিজ্ঞান ও আইন)
- ঢাকা বিশ্ববিদ্যালয়েরপ্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী ওশিক্ষক ছিল=> শিক্ষার্থী ৮৭৭ জন, শিক্ষক ৬০ জন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমমহিলা শিক্ষক ছিলেন?=> করুণাকণা গুপ্তা (ইতিহাসবিভাগ)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমছাত্রী ছিলেন?=> লীলা নাগ
- বাংলাদেশের স্বাধীনতারস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন=> আইন বিভাগের
- বাংলাদেশের সাবেকপ্রেসিডেন্ট জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন=> ইতিহাস বিভাগের
- বাংলাদেশের বর্তমানপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন>=> বাংলা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি. ছিলেন=> পি. জে. হার্টস
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমও উপমহাদেশের প্রথম ভি.সি. ছিলেন=> স্যার, এ. এফ. রহমান (প্রথম বাঙালি ভি.সি.)
- বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আয়তন কত=> ২৫৮ একর
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভাগের সংখ্যা => ৬৭টি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনুষদ রয়েছে? => ১৩টি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইনস্টিটিউট রয়েছে=> ৯টি
- বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার -চিএশিল্পী কামরুল হাসান।
- জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন-শিব নারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিকে নিয়ে সানাউল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলাহলের ৪০১ নং রুমে।
- বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় – ২ মার্চ, ১৯৭১সালে।
- বাংলাদেশে জাতীয় পতাকা দিবস পালিত হয়- ২ রা মার্চ।
- বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাএ সভায়।
- প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন- ডাকসু ভি পি আ স ম আবদুল রব।
- শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন- ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১।
- বাংলাদেশের বাইরে সর্ব প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়- কলকাতা’ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে।
- কলকাতা হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন-১৯৭১ সালের ১৮ই এপ্রিল কলকাতা পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রধান জনাব এম, হোসেন আলী।
- বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কি- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত।
- প্রথম দিকে বাংলাদেশের পতাকার লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক-রসানালী রঙের বাংলাদেশের মানচিএ।
- জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য – লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক । উজ্জল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলার প্রতীক।
- বাংলাদেশের পতাকার সাথে পতাকার মিল রয়েছে – জাপন ও পালাউ।
- আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়-৩রা, মার্চ ১৯৭১ , পল্টন ৯ঢাকা)।
- মানচিএ খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন-শিব নারায়ণ দাস।
- বাংলাদেশের মানচিএ প্রথম আঁকেন-মেজর জেমস রেনেল।
- জাতীয় পতাকা সর্ব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হ- ২৩শে মার্চ ১৯৭১।
- জাতীয় পতাকা উত্তোলন করা হয়- স্বাধীনতা ও জাতীয় দিবস , বিজয় দিবস, বিপ্লব ও সংহিত দিবস, গণপ্রজাতন্তী বাংলাদেশে সরকার কর্তৃকঘোষিত অন্য যে কোন দিবসে।
- বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ ও প্রস্তের অনুপাত- ১০: ৬।
- বাস ভবন ,নৌযান, গাড়ি ও বিমানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন- রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী।
- বাংলাদেশের মর্যাদাসমপন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়-১৫টি।
- সমপন্ন পদে অধিষ্ঠিত ব্যাক্তিদের বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়- রাষ্ট্রপ্রতি, প্রধান মন্তী ,স্পিকার, প্রধান বিচারপ্রতি, মন্তী চিপহুইপ, ডেপটি স্পিকার, বিরোধী দলের নেতা, মন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, প্রতিমন্তী, প্রতিমন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, উপমন্তী, উপমন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, বিদেশে বাংলাদেশের কুটনীতিক এবং তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ।
- বাংলাদেশে ১০টি মর্যাদা সমপন্ন পদে অধিষ্ঠিত ব্যাক্তি গাড়ি ও জলযানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারে।
- রাষ্ট্রপ্রতি, প্রধানমন্তী , স্পিকার, প্রধান বিচারপ্রতি, মন্তী, বিরোধী দলীয় নেতা, চীপহুইপ, ডেপুটি স্পিকার, মন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, বিদেশে নিযুক্ত বাংলাদেশের কুটনীতিকগন গাড়ি বা জলযানে পতাকা ব্যবহার করতে পারে
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর
0 responses on "সরকারি চাকরি নিয়োগ সাধারণ জ্ঞান (বাংলাদেশের বিবিধ)"