সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2123
21221. ঘনবসতিপূর্ণ অঞ্চলে অধিক শিল্প গড়ে ওঠার কারণ কী?
- প্রচুর সস্তা শ্রমিক 2. পরিবহন সুবিধা বেশি 3. অধিক শক্তি সম্পদ
21222. বস্ত্র শিল্প স্থাপনের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন?
- উষ্ণ জলবায়ু
- আর্দ্র জলবায়ু
- শীতল জলবায়ু
- মৌসুমি জলবায়ু
21223. বাংলাদেশের সাথে কোন দেশের অসম আমদানি রপ্তানি বাণিজ্যের ঘাটতির ব্যবধান কম?
- ভারত
- চীন
- জাপান
- যুক্তরাষ্ট্র
21224. বিনিয়োগ নীতি বিনিয়োগকারীদের যত অনুকূলে হয় শিল্প স্থাপনের সংখ্যা তত-
- হ্রাস পায়
- বৃদ্ধি পায়
- অপরিবর্তিত থাকে
- কোনটিই নয়
21225. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ
- তেল
- গ্যাস
- কয়লা
- সবকটি
21226. প্রথম পর্যায়ের অর্থনিতকি কার্যাবলী কোনটি?
- পমু শিকার
- যন্ত্রপাতি প্রস্তুতকরণ
- শিক্ষকতা
- সাংবাদিকতা
21227. শিল্পের আকার অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
21228. কোন পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির সাথে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত?
- ১ম পর্যায়ের
- ২য় পর্যায়ের
- ৩য় পর্যায়ের
- ৪র্থ পর্যায়ের
21229. কোনগুলো অনবায়নযোগ্য সম্পদের আওতাভূক্ত?
- জলবিদ্যুৎ 2. জ্বালানি কাঠ 3. কয়লা
A,B,C
21230. কোন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়?
- বৃহৎ শিল্প
- মাঝারি শিল্প
- ক্ষুদ্র শিল্প
- কুটির শিল্প
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সম্পদ-ও-অর্থনৈতিক-কার্যাবলি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2123"