এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 53
521. মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবহৃত পরিস্পদকে কী বলে?
- দায়
- সম্পদ
- মূলধন
- স্বত্তাধিকার
522. পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
- ডেবিট নোট
- ডেবিট ভাউচার
- চালান
- ক্রেডিট
523. লেনদেনের পক্ষ দুটি কারা?
- পাওনাদার ও দেনাদার
- দাতা ও গ্রহীতা
- ক্রেতা ও বিক্রেতা
- মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
524. যেটি কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই –
- লেনদেন বলে
- খতিয়ান বলে
- ঘটনা বলে
- রেওয়ামিল বলে
525. ‘স্বয়ংসম্পূর্ণ’ শব্দের অর্থ কী?
- আলাদা
- স্বতন্ত্র
- আলাদা ও স্বতন্ত্র
- অভিন্ন
526. “স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র” কোনটির বৈশিষ্ট্য?
- দুতরফা দাখিলার
- লেনদেনের
- হিসাববিজ্ঞানের
- জাবেদার
527. লেনদেন সংক্রান্ত ঘটনা-
- সর্বদা দৃশ্যমান
- দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
- কখনই দৃশ্যমান নয়
- কোনটিই নয়
528. কারবারের লাভ হলে-
- স্বত্বাধিকার হ্রাস পায়
- স্বত্বাধিকার বৃদ্ধি পায়
- দায় হ্রাস পায়
- স্বত্বাধিকারে হ্রাস-বৃদ্ধি কিছুই ঘটে না
529. বাকিতে কলকব্জা ক্রয়ের ফলাফল –
- সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
- সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
- ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
- দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি
530. হিসাব সমীকরণকে বর্ধিত করলে পাওয়া যায়-
- A = L + (C-R-E+D)
- A = L + (C+R-E-D)
- A = E+ (C+R-L-D)
- A = L+(C-D+R+E)
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""লেনদেন" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 53"