এসএসসি-বাংলা-1-পদ্য-1-আমার-সন্তান – এসএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 936

অণুজীব

এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-1-আমার-সন্তান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 936

9351. ঈশ্বরী পাটুনীর আশীর্বাদ প্রার্থনার মধ্যে কী প্রতীয়মান হয়?

  1. নিঃস্বার্থ মনোভাব
  2. লোভী মনোবৃত্তি
  3. সুযোগ সন্ধানী
  4. সুবিধাবাদী

9352. ঈশ্বরী দেবীকে কোথায় পা রাখতে বলল?

  1. ঘাটে
  2. সেঁউতীতে
  3. গলুইয়ে
  4. মাস্তুলে

9353. ঈশ্বরী পাটুনী কুলবধূরূপী দেবী অন্নপূর্ণাকে স্বামীর পরিচয় ব্যতীত নৌকায় তুলতে চায় নি কেন?

  1. ধর্মীয় গোঁড়ামির কারণে
  2. লোকলজ্জার ভযে
  3. সামাজিক বাধার কারণে
  4. দেবতার ভযে

9354. নারী তার স্বামীর নাম মুখে আনতে না পারার কারণ –

  1. পতিভক্তি
  2. সামাজিক প্রথা
  3. আত্মসচেতনতার অভাব

9355. স্বপন মনে মনে ভাবে সে যদি কোনো দেবতার সাক্ষাৎ পেত তাহলে এমন একটা বর চাইত যার কল্যাণে তার বাড়ির কাজগুলো অলৌকিকভাবে হয়ে যেত। সে মজা করে টিভিতে খেলা দেখতে পারত।এ ধরনের প্রত্যাশাকে বলা যায় –

  1. ইতিবাচক
  2. যৌক্তিক
  3. অযৌক্তিক
  4. গ্রহণযোগ্য

9356. স্বপনের প্রত্যাশার সাথে ঈশ্বরী পাটনীর প্রত্যাশার পার্থক্য হলো –

  1. ব্যক্তিগত স্বার্থের দিক দিয়ে
  2. অবাস্তব কল্পনায়
  3. যৌক্তিকতার মানদন্ডে

9357. কত বছর বয়সে ভারতচন্দ্র রায়গুণাকর সংস্কৃত ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন?

  1. দশ
  2. বারো
  3. সতেরো
  4. কুড়ি

9358. সভয়ে পাটুনী কহে চক্ষে বহে জল। এই পঙক্তিতে চোখে জল বহার মধ্যে প্রকাশ পায় ঈশ্বরী পাটুনীর –

  1. আনন্দানুভূতি
  2. ক্ষুদ্ধানুভূতি
  3. সহানুভূতি

9359. ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী। এখানে ঈশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে?

  1. অন্নপূর্ণা
  2. পাটুনী
  3. দেবী লক্ষ্মী
  4. দেবী সরস্বতী

9360. নিচের কোন চরণে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ প্রকাশিত হয়েছেÑ

  1. আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে
  2. চৈত্র মাসে মোর পূজা হয় শুক্ল অষ্টমীতে
  3. দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান
  4. বর মাগ মনোনীত যাহা চাহ দিব

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline