যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ও সময় পুননির্ধারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় আগামী ৯ নভেম্বর বিভিন্ন বিষয়ের পরীক্ষা থাকায় তারিখ ও সময় পুননির্ধারণের এ সিদ্ধান্ত।
পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি হলো, ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ই ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ডি ইউনিট এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ইউনিট, বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সি ইউনিট এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত তথ্যাবলি অর্থাত্ কেন্দ্র, আসন ও সময় যথাসময়ে মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস(SMS)) মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চ্যান্সেলর সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ভর্তি কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
আরো পড়ুন:
0 responses on "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ"