২০১৬-১৭ সেশনে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৬-১৭ সেশনে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত এই মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।

মেডিকেল ভর্তির পরীক্ষার জন্য ইশিখন.কম আয়োজন করেছে অসংখ্য মডেল টেস্ট, যেটি অনুশীলন করে নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারবেন, যতবার খুশি মডেল টেস্ট দিয়ে দুর্বলতাগুলো বের করে প্রস্তুতি সম্পন্ন কর মেডিকেল এর মডেল টেস্টগুলো ইশিখনের কুইজ পাতায় পাবেন।

 আবেদন শুরু :
১৯ আগস্ট ২০১৬ সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ :
– ০১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১১:৫৯.
সময় :
১০:০০-১১:০০ (১ ঘন্টা।)
পরীক্ষা অনুষ্ঠিত হবে :- ২৩ অথবা ৩০ সেপ্টেম্বর সম্ভাব্য যেকোনো
একদিন। শুক্রবার।

পরীক্ষার পদ্ধতি :-
১) MBBS এবং BDS ভর্তি পরীক্ষা
আলাদা ভাবে অনুষ্ঠিত হবে।
২) BDS এর ভর্তি পরীক্ষার তারিখ
সার্কুলেশন দিলে জানা যাবে।
৩) MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে।

ভর্তির যোগ্যতা :-
২০১৩ অথবা ২০১৪ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি /
সমমানের পরীক্ষার্থী এবং ২০১৫ অথবা
২০১৬ সালের এইচ.এস.সি/ সমমানের
পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা
কেবলমাত্র অংশগ্রহনের সুযোগ পাবে।
২০১৩ সালের পূর্বে পাশকৃত
পরীক্ষার্থীরা আবেদন করতে
পারবেনা।

এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচ.এস.সি পরীক্ষায়
নূন্যতম জি.পি.এ ৮.০০ পেতে হবে।
এইচ.এস.সি পরীক্ষায় জীববিজ্ঞানে
কমপক্ষে ৩.৫০ পেতে হবে।

মানবন্টন :
আগের মতই। ২০০ নম্বরে পরীক্ষা হবে
তার মধ্যে ১০০ মোট জি.পি.এ
ভিত্তিতে এবং বাকি ১০০ MCQ
ভিত্তিক।
জীববিজ্ঞান :- ৩০ নম্বর।
রসায়ন :- ২৫ নম্বর।
পদার্থ বিজ্ঞান : ২০ নম্বর।
ইংরেজী : ১৫ নম্বর।
সাধারন জ্ঞান : ১০ নম্বর।

নেগেটিভ মার্কিং :-
প্রতিটা ভুল উওরের জন্য ০.২৫ নম্বর
কাটা যাবে এবং ৪ টি ভুল উওরের জন্য ১
নম্বর কাটা যাবে।

কত নম্বর পেলে চান্স হবে:-
১৬৫ পেলে চান্স হওয়ার সম্ভাবনা থাক।
যাদের স্কোর ১০০ তারা ৬৫ টা উওর
সিওর করলেই চান্স হবে আশা করা
যায়।

পাশ নম্বর : ৪০.

কি কি বই পড়তে হবে :-

জীববিজ্ঞান :
প্রানিবিজ্ঞান : গাজী আজমল
উদ্ভিদ বিজ্ঞান : আবুল হাসান
রসায়ন :  নাগের বই।
গুহ।
পদার্থ বিজ্ঞান :  শাহাজান
তপন
ইসহাক
ইংরেজী :  Apex
Advance grammar.
সাধারন জ্ঞান :-  আজকের
বিশ্ব।
MP3 / BCS Question.

ভর্তি পরীক্ষার ফরম জমা দেয়ার সময় যেটি লাগবে:-

১) সঠিকভাবে পূরনকৃত ভর্তি ফরম।
২) এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচ.এস.সির
ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের
সত্যায়িত কপি।
৩) পাসপোর্ট সাইজ ছবি ( সত্যায়িত )
৪) উপজেলা চেয়ারম্যান ওয়ার্ড
কমিশনার কতৃক প্রদও চারিএিক
সনদপএের সত্যায়িত কপি।
,
সার্কুলেশন বের হলে ফাইনালি
সব কিছু নিয়ে ইশিখন.কম এ পোস্ট করা হবে

মেডিকেল ভর্তির পরীক্ষার জন্য ইশিখন.কম আয়োজন করেছে অসংখ্য মডেল টেস্ট, যেটি অনুশীলন করে নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারবেন, যতবার খুশি মডেল টেস্ট দিয়ে দুর্বলতাগুলো বের করে প্রস্তুতি সম্পন্ন কর মেডিকেল এর মডেল টেস্টগুলো ইশিখনের কুইজ পাতায় পাবেন।

কোন মেডিকেলে কতটি সিট, কৌঠা ভিত্তিক আবেদনের যোগ্যতা দেখে নিন এখান থেকে

মেডিকেলে ভর্তির সচরাচর করা প্রশ্নসমুহের উত্তর

২০১৪-১৫ সেশনে মেডিকেলে ভর্তি পরীক্ষার ১০০ টি প্রশ্ন ও উত্তর

২০১৬-২০১৭ মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও করণীয় দেখে নিন এখান থেকে

মেডিকেল ভর্তির আদ্যোপ্রান্ত দেখে নিন এখান থেকে

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline